For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#Note Ban সমর্থন করেন দেশের ৮২ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা

সারা দেশের মোট ৫ লক্ষ ১৯ হাজার ৬৭৭জনের উপরে সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। এবার দেখে নেওয়া যাক ঠিক কি বলছে Inshorts এর সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার রাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট নিষিদ্ধ করা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছেন যে মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার সমস্ত বাজার চলতি নোট বাতিল করা হল। কালো টাকা ও জাল টাকা রোধে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

নোট বাতিল : প্রধানমন্ত্রীকে মাত্র ৯ মিনিটে রাজি করান এই অর্থনৈতিক বিশেষজ্ঞ

৫০০ ও ১ হাজারের নোট বাতিল! এই সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পান এই প্রতিবেদনে

বিরোধী কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল কংগ্রেস সকলে কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে অনৈতিক ও হঠকারি বলে আখ্যা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সিদ্ধান্তকে 'কালা কানুন' বলে টুইটারে তোপ দেগেছেন।

এর আগে ১৯৪৬ ও ১৯৭৮ সালেও নোট বাতিল হয়েছিল, জেনে নিন ইতিহাস

৫০০ ও ১ হাজারের মোট ২৩০০ কোটি নোট বদলাতে ব্যাঙ্কগুলি আদৌও সক্ষম তো?

তবে বেসরকারি নিউজ অ্যাপ্লিকেশন সংস্থা Inshorts এর সমীক্ষা জানাচ্ছে, দেশের ৮২ শতাংশের বেশি মানুষ কেন্দ্রের এই আকষ্মিক সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। অসুবিধা হলেও স্বাগত জানিয়েছেন।

কেন্দ্রের তরফে বারবারই বলা হয়েছে, আমজনতার সাময়িক কিছুদিন কষ্ট হবে ঠিকই তবে আগামিদিনে এতে লাভবান হবেন তারাই। কালো টাকা গচ্ছিত রয়েছে যাদের কাছে, তারা হয় সমস্ত টাকা ব্যাঙ্কে রেখে বেশি পরিমাণে আয়কর দেবেন আর নয়ত তাদের সমস্ত টাকাই মূল্যহীন হয়ে যাবে।

আর এই প্রসঙ্গেই দেশের অধিকাংশ মানুষের বক্তব্য, একটু আগাম জানিয়ে ঘোষণা করলে ভালো হতো ঠিকই তবে তাতে কালো টাকা গচ্ছিতকারীরা সাবধান হয়ে যেত। বরং যা হয়েছে তাতে সাধারণ মানুষের খুব বেশি অসুবিধা হবে না। বরং চাপ তাদের উপরে যারা বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখে দিয়েছেন।

সারা দেশের মোট ৫ লক্ষ ১৯ হাজার ৬৭৭জনের উপরে সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। এবার দেখে নেওয়া যাক ঠিক কি বলছে Inshorts এর সমীক্ষা

৫০০ ও ১ হাজার টাকার Note Ban কি আপনি সমর্থন করেন?

অসুবিধা হলেও স্বাগত জানিয়েছেন।

আপনার কি মনে হয় কেন্দ্র সরকার কালো টাকা রোধে তৎপরতা দেখাচ্ছে?

#Note Ban সমর্থন করেন দেশের ৮২ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা

আপাতত এটিএম থেকে মাত্র ২ হাজার টাকা প্রতি কার্ডে প্রতিদিন তোলা যাওয়ার সিদ্ধান্তকে কি আপনি সমর্থন করেন?

চাপ তাদের উপরে যারা বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখে দিয়েছেন।

English summary
82% Indians support ₹500, ₹1000 note ban : Inshorts survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X