For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে ডুবে মৃত কর্ণাটকের ৮ পড়ুয়া

কর্ণাটকের বেলগম জেলার ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার ওয়ারি উপকূলে ডুবে মৃত্যু হল। অন্য ৩ পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তারা চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।

Google Oneindia Bengali News

মুম্বই, ১৫ এপ্রিল : কর্ণাটকের বেলগম জেলার ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার ওয়ারি উপকূলে ডুবে মৃত্যু হল। অন্য ৩ পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তারা চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রের খবর, মৃতেরা বেলগমের মারাঠা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী। ওয়ারি এলাকায় পিকনিকের জন্য গিয়েছিল কলেজের ৫০ জন পড়ুয়া। পুলিশের দাবি, স্থানীয়রা সতর্ক করেছিল জোয়ারের কারনে সমুদ্রে স্রোতের টান বেশি ছিল। কিন্তু তা উপেক্ষা করেই পড়ুয়ারা সমুদ্রের জলে চান করতে যায়।

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে ডুবে মৃত কর্ণাটকের ৮ পড়ুয়া

এরপরই তারা ডুবতে শুরু করে, মৎস্যজীবীরা ৩ জনকে উদ্ধার করতে সমর্থ হলেও বাকিরা ডুবে যায়। যদিও পরে মৃত ৮ পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়, এদের মধ্যে দুজন ছাত্রী ছিলেন বলেও জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার করা ৩ পড়ুয়ার মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। মালবন এলাকার হাসপাতালে এই তিনজনের চিকিৎসা চলছে।

English summary
8 Karnataka Students Drown Off Maharashtra's Sindhudurg Coast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X