For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড ডে মিলের ফুটন্ত সাম্বারে পড়ে মৃত্যু ৬ বছরের বালকের

তেলেঙ্গানার একটি প্রাথমিক স্কলে মিড ডে মিল বিতরণের সময় লাইনে দাঁড়িয়েছিল বহু শিশু। এদের মধ্যে একজন দুর্ঘটনাক্রমে মিড ডে মিলের জন্য তৈরি ফুটন্ত সাম্বারের ডেকচিতে পড়ে যায়। এর পরেই মৃত্যু হয় শিশুর।

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ২৫ ডিসেম্বর : তেলেঙ্গানার একটি প্রাথমিক স্কলে মিড ডে মিল বিতরণের সময় লাইনে দাঁড়িয়েছিল বহু শিশু। এদের মধ্যে একজন দুর্ঘটনাক্রমে মিড ডে মিলের জন্য তৈরি ফুটন্ত সাম্বারের ডেকচিতে পড়ে যায়। এর পরেই মৃত্যু হয় শিশুর।

নালগণ্ডার এইডুলুরু সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর নাম জয়বর্ধন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

মিড ডে মিলের ফুটন্ত সাম্বারে পড়ে মৃত্যু ৬ বছরের বালকের

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রদের মধ্যে ছোটখাটো একটা ঝামেলা হচ্ছিল। এক শিশু জয়বর্ধনকে হাল্কা করে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে সে ফুটন্ত সাম্বারের ডেকচিতে পড়ে যায়। সারা শরীর জ্বলে গিয়েছে জয়বর্ধনের। নোলগণ্ডা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চাতে সেখান থেকে হায়দ্রাবাদের ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

হায়দ্রাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বালালা হক্কুলা সঙ্গমের দাবি এটি খুনের ঘটমা। মিড মিল কর্মী এবং স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করা উচিত এবং কমপক্ষে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ মৃত শিশুর পরিবারকে দেওয়ারও দাবি জানানো হয়েছে।

English summary
A 6-year-old boy had queued up for a midday meal at a primary school in Telangana on Friday when he accidently fell into a vessel containing boiling sambar. The child died of burn injuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X