For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ৫৪ জন আইএএস অফিসার, পরিণামে এই হাল হল তাঁদের

উত্তরাখণ্ডে ১৫ ই অগাস্ট ,স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেরাজ্যের ৫৪ জন আইএএস আধিকারিক। ঘটনার জেরে ক্ষুব্ধ রাজ্যপ্রশাসনের তরফে এঁদের প্রত্যেককে শোকজ নোটিস ধরানো হল।

  • |
Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে ১৫ ই অগাস্ট ,স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেরাজ্যের ৫৪ জন আইএএস আধিকারিক। এঁদের মধ্যে ছিলেন উত্তরাখণ্ডের অতিরিক্ত সচিব , মুখ্যসচিবও। ঘটনার জেরে ক্ষুব্ধ রাজ্যপ্রশাসনের তরফে এঁদের প্রত্যেককে শোকজ নোটিস পাঠানো হল।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ৫৪ জন আইএএস অফিসার, পরিণামে এই হাল হল তাঁদের


উত্তরাখণ্ডের ৮৭ জনের মধ্যে বর্তমানে ১০ জন আইএএস আধিকারিক ডেপুটেশনে রয়েছেন। মুখ্যসচিব ও অতিরিক্ত সচিব স্তরের মোট ৪৬ জনের কাছে পাঠানো হয়েছে এই নোটিস। আধিকারিকদের জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি এই নোটিসের জবাব যেন তাঁরা দিয়ে দেন। পাশপাশি জানানো হয়েছে যদি তাঁদের জবাব সন্তুষ্টজনক না হয় তাহলে অনেক বড়সড় পদক্ষেপ নিতে পারে সরকার।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে সেরাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত পতাকা উত্তোলন করেন। সেই সময়ে সেখানে আইএস অফিসারদের অনুপস্থিতি পরিলক্ষিত হয়। আর তার জেরেই এই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। শুধু আইএসএস অফিসার নয়, সেরাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে, যে তাঁদের অধিনস্ত কোন রাজ্যসরকারি কর্মীরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন না তার তালিকা যেন পাঠানো হয়।

English summary
In an unprecedented action against bureaucrats who skipped flag-hoisting functions organised on August 15, the state government on Thursday issued show-cause notices to as many as 54 IAS officers, including those in senior posts like additional secretary and principal secretary.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X