For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৭ জানুয়ারি : নিজের দেহের ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে ছয়জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাল পাঁচ বছরের একটি মেয়ে। তবে নিজে বাঁচতে পারেনি একরত্তি ওই শিশু। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]

আসলে ঘটনা হল, গত ২ জানুয়ারি জনশ্রুতি নামে এক শিশু কন্যা মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসায় সাড়া পাওয়া যাচ্ছে না এই বলে শিশুটিকে 'ব্রেন ডেড' ঘোষণা করেন চিকিৎসকেরা।

৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর

মেয়ের মৃত্যুর খবর শুনে প্রথমে ভেঙে পড়লেও পরে তাঁদের মেয়ের শরীরের নানা অঙ্গ দান করা হবে বলে সিদ্ধান্ত নেন জনশ্রুতির বাবা-মা। এই মহৎ সিদ্ধান্তের কথা তাঁরা চিকিৎসকদের জানিয়েও দেন।

বাবা-মায়ের সিদ্ধান্তের কথা জানতে পেরে শিশুকন্যার দেহের গুরুত্বপূর্ণ অংশ যেমন কিডনি, লিভার, চোখ ইত্যাদি নিয়ে চেন্নাইয়ের কয়েকটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ও তা রোগীদের দেহে প্রতিস্থাপিতও করে দেওয়া হয়।

শিশুকন্যাটির বাবা জানিয়েছেন, এভাবেই অন্যের দেহে হলেও তাঁদের মেয়ে বেঁচে থাকবে। আর চিকিৎসকেরা জানিয়েছেন, এত কম বয়সী কারও দেহের অঙ্গ এই প্রথম তামিলনাড়ুতে প্রতিস্থাপিত করা হল।

আরও খবর পড়ুন এখানে :

ঘুমে ব্যাঘাত ঘটানো শাস্তি : ৬ বছরের শিশুর আঙুল ও গোপনাঙ্গ কাটল এক মহিলাঘুমে ব্যাঘাত ঘটানো শাস্তি : ৬ বছরের শিশুর আঙুল ও গোপনাঙ্গ কাটল এক মহিলা

সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!

মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে ফাটানো হবে পরমাণু বোমা!মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে ফাটানো হবে পরমাণু বোমা!

তল্লাশিতে এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলাতল্লাশিতে এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা

English summary
5-year old gives new lease of life to 6 people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X