For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিল-মে মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, দিন ঘোষণা শীঘ্রই

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ মার্চ : আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে চলেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম ও পণ্ডিচেরিতে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, পূর্ব নির্ধারিত এপ্রিল-মে মাসেই ভোট সম্পন্ন করতে চাইছে কমিশন। এজন্য খুব তাড়াতাড়ি দিন ঘোষণা করা হয়ে যাবে। মোট ৫-৬ দফায় ভোট করা হবে বলেও কমিশন সূত্রে খবর।

এপ্রিল-মে মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, দিন ঘোষণা শীঘ্রই

তবে দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যগুলিতে আধাসেনা পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে কমিশন। যে সকল জায়গাগুলিতে গন্ডগোলের আশঙ্কা রয়েছে, এমন জায়গাগুলির রুট মার্চ করে আধাসেনা রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ চলছে। মঙ্গলবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোট সংক্রান্ত একটি বৈঠকও নয়াদিল্লির নির্বাচন ভবনে করা হয়েছে।

এছাড়া সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুনীল গুপ্তা) সঙ্গে ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলা হয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই আচরণবিধি লাগু হয়ে যাবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মোট ৭৭ হাজার ২৪৬ টি বুথের মধ্যে ২৩ হাজার ৮০৯ টি বুথকে 'সংবেদনশীল' ও ৮ হাজার ১৭২ টি বুথকে 'অতি সংবেদনশীল' বলে ঘোষণা করা হয়েছে।

English summary
5-state assembly polls to be held in April-May, EC to announce dates soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X