For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্র-ওড়িশা সীমান্তে ৭ পুলিশকর্মীর মৃত্যু, হামলার পিছনে মাওবাদীদের থাকার সম্ভবনা!

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তে কোরাপুট এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। সন্দেহ করা হচ্ছে এই হামলার পিছনে মাওবাদীদের হাত রয়েছে।

Google Oneindia Bengali News

কোরাপুট, ১ ফেব্রুয়ারি : অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তে কোরাপুট এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। সন্দেহ করা হচ্ছে এই হামলার পিছনে মাওবাদীদের হাত রয়েছে।

সূত্রের খবর, কোরাপুটের পোট্টাঙ্গি জেলার মোগারগুমা গ্রামে এই বিস্ফোরণ হয়। অন্ধ্র-ওড়িশা সীমান্তে সুনকি-সালুর রাস্তা ধরে মিনি বাসে করে ওই বেশ কয়েকজন পুলিশকর্মী যাচ্ছিলেন। তখনই বিস্ফোরণ হয়।

অন্ধ্র-ওড়িশা সীমান্তে ৫ পুলিশকর্মীর মৃত্যু, হামলার পিছনে মাওবাদীদের থাকার সম্ভবনা!

ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।মৃত ওড়িশা স্পেশ্যাল সশস্ত্র পুলিশ জওয়ানরা থার্ড ব্যাটিলিয়নের বলে খবর পাওয়া গিয়েছে।

আধাসামরিক বাহিনীর সূত্রের তরফে জানানো হয়েছে, ওই বাসে ১০ জন জওয়ান ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলেন ড্রাইভার প্রশিক্ষণের জন্য। গাড়ির চাকার ভার ল্যান্ডমাইনের উপর পড়তেই বিকট বিস্ফোরণ হয়। ওডিশার মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন পুলিশকে এভাবে আক্রমণ করা কাপুরুষোচিত।

English summary
5 policemen killed in suspected Maoist attack at AP-Odisha border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X