For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোটি বা তার বেশি টাকা ব্যাঙ্কে জমা দেওয়ায় আয়কর দফতরের নোটিস পেতে পারে গুজরাতের ৫০০০ করদাতা

নোট বাতিলের পর ব্যাঙ্কে ১ কোটি বা তার বেশি টাকা জমা দিয়েছেন গুজরাতের ৫০০০ করদাতা। তারই জেরে এবার আয়কর দফতরের নোটিস পেতে পারেন এই ৫০০০ জন।

Google Oneindia Bengali News

আহমেদাবাদ, ১৪ ডিসেম্বর : নোট বাতিলের পর ব্যাঙ্কে ১ কোটি বা তার বেশি টাকা জমা দিয়েছেন গুজরাতের ৫০০০ করদাতা। তারই জেরে এবার আয়কর দফতরের নোটিস পেতে পারেন এই ৫০০০ জন।

৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ২.৫ লক্ষ টাকার বেশি টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হলে তার উপর নজর রাখবে আয়কর দফতর।

কোটা বা তার বেশি টারা ব্যাঙ্কে জমা দেওয়ায় আয়কর দফতরের নোটিস পেতে পারে গুজরাতের ৫০০০ করদাতা

কথা মতো ইতিমধ্যে নোটিশ দিতে শুরুও করে দিয়েছে আয়কর দফতর। আয়ের উৎস জানতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে নোটিশ দিয়েছে আয়কর দফতর। সূত্রের খবর, এই ৫০০০ জনের মধ্যে ৫০০ জন আহমেদাবাদ থেকে এবং ৩০০০ জন রাজকোট থেকে।

রাজকোট, আহমেদাবাদ ছাড়াও সুরত, ভদোদরার আরও কয়েকজন রয়েছেন যারা ১ কোটি টাকার বেশি টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন।

যে সমস্ত অ্যাকাউন্টে বেশি পরিমাণে টাকা জনা পড়েছে এমন অ্যাকাউন্টের হদিশ ১ জানুয়ারির পর থেকে ব্যাঙ্কের তরফে আয়কর দফতরকে দেওয়ার কথা। তবে গুজরাতের ক্ষেত্রে আদে থেকেই তথ্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন আয়কর আধিকারিকরা।

English summary
5,000 tax payers in Gujarat could get I-T department notices for depositing cash worth Rs 1 cr or more.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X