For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, জেনে নিন

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। গণনা ৩ দিন পর। ভোট দিচ্ছেন ৪৮৫২ জন সদস্য। তবে এঁদের ৩৩ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে

  • |
Google Oneindia Bengali News

সোমবার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। ফল বেরোবে ২০ জুলাই। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে আজ সংখ্যার বিচারে এগিয়ে রামনাথ কোবিন্দ]

রাষ্ট্রপতি নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, জেনে নিন

একেবারে মুখোমুখি লড়াইয়ে কোবিন্দ যে এগিয়ে রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই এক রিপোর্টকে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কী কারণে ব্যবহার হচ্ছে বিশেষ ধরনের পেন, জেনে নিন]

যাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, অর্থাৎ সংসদের উভয়কক্ষের সদস্যরা ছাড়াও রাজ্য বিধানসভার সদস্যদের মধ্যে ৩৩ শতাংশের ফৌজদারি মামলা রয়েছে। মোট ৪,৮৫২ জন নির্বাচিত জনপ্রতিনিধি নিজেদের সম্পর্কে তথ্যপ্রমাণ জমা দিয়েছেন। সেই তথ্য প্রমাণ থেকেই সামনে এসেছে এই তথ্য। ওই ৩৩ শতাংশের মধ্যে ২০ শতাংশের বিরুদ্ধে আবার 'গুরুতর ক্রিমিনাল কেস' রয়েছে। হলফ নামায় মামলার উল্লেখ করেছেন মোট ১৫৮১ জন জন প্রতিনিধি।

মামলার কথা স্বীকার করেছেন, ৩৪% লোকসভার সাংসদ, ১৯% রাজ্যসভার সাংসদ এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩% শতাংশ বিধায়ক। অর্থাৎ, লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে ১৮৪ জন, রাজ্যসভার ২৩১ জন সাংসদের মধ্যে ৪৪ জন ও সারা দেশে মোট ৪,০৭৮ জন বিধায়কের মধ্যে ১৩৫৩ জন বিধায়ক আইনের খাতায় 'অপরাধী'।

গুরুতর অভিযোগে অভিযুক্ত মোট ৯৯৩ জন। এঁদের মধ্য়ে লোকসভার ১১৭ জন( ২২ শতাংশ), রাজ্যসভার ১৬ জন( ৭ শতাংশ) এবং বিধানসভাগুলির ৮৬০ জন( ২১ শতাংশ) সদস্য রয়েছন।

English summary
Presidential election is on Monday, counting is on 20th July, about 33 percent member of the electoral college have the criminal record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X