For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্রে অক্সিজেনের অভাবে ৩০টি শিশু মৃত্যুর অভিযোগ

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সবচেয়ে বড় হাসপাতালে ৩০ টি শিশু মৃত্যুর অভিযোগ। অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ৫ দিনে ৬০ টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সবচেয়ে বড় হাসপাতালে ৩০ টি শিশু মৃত্যুর অভিযোগ। অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ৫ দিনে ৬০ টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ সরকার প্রাথমিকভাবে শিশু মৃত্যুর কারণ না জানালেও, হাসপাতালে অক্সিজেন সরবরাহে ঘাটতির জন্যই এই ঘটনা বলে জানা গিয়েছে।

গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে ৩০ টি শিশু মৃত্যুর অভিযোগ

উত্তরপ্রদেশের স্বাস্থমন্ত্রী আশুতোষ ট্যান্ডন অবশ্য অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর খবর অস্বীকার করেছেন। জেলাশাসকের কাছে শিশু মৃত্যুর কারণ জানতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ গোরক্ষপুরের সবচেয়ে বড় হাসপাতাল এবং মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত, গত উনিশ বছর ধরে গোরক্ষপুরই আদিত্যনাথের নির্বাচনী কেন্দ্র ছিল।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ২৩ টি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে। সেই সময়ে হাসপাতালে অক্সিজেনের অভাব ছিল। তবে ঠিক কী কারণে শিশুগুলির মৃত্যু হয়েছে তার কারণ জানানো হয়নি।

গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে ৩০ টি শিশু মৃত্যুর অভিযোগ

বিল বাকি থাকায় হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটার কথা স্বীকার করে নিয়েছেন জেলাশাসক রাজীব রাতেলা। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিকল্প অক্সিজেন সরবরাহের কথা জানিয়েছেন, তাই অক্সিজেনের অভাবের অভিযোগের কথা বাতিল করা যেতে পারে বলে মনে করছেন জেলাশাসক। হাসপাতালে ৭০ লক্ষ টাকা বকেয়া বিলের মধ্যে ৩৫ লক্ষ টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

জেলা বিজেপির তরফেও অক্সিজেনের অভাবে শিশু মৃত্য়ুর খবর অস্বীকার করা হয়েছে। শিশু মৃত্যুর সঙ্গে অক্সিজেন সরবরাহের কোনও সম্পর্ক নেই দাবি করে, বিজেপি সাংসদ কমলেস পাসোয়ানের দাবি, হাসপাতালে প্রতিদিন ৮ থেকে ১০ টি শিশুর মৃত্যুর হয়। এর বেশির ভাগই মারা যায় এনসেফেলাইটিসের কারণে।

শিশু মৃত্যুর জেরে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, কংগ্রেস ও সমাজবাদী পার্টি। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী মৃত শিশুদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন। ঘটনার জন্য বিজেপি সরকারকে দায়ী করে, দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি।

English summary
30 children die in Uttar Pradesh's Gorakhpur hospital in 48 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X