For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো নোটে ৩১ লক্ষের বেশি টাকা সমেত তিনজন আটক

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুরনো নোটে ৩১ লক্ষ ৬৫ হাজার টাকা সমেত তিনজন অভিযুক্তকে আটক করল পুলিশ। ৫০০ ও ১ হাজারের নোটে ৩১ লক্ষ ৬৫ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

খনৌ, ১৩ জানুয়ারি : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুরনো নোটে ৩১ লক্ষ ৬৫ হাজার টাকা সমেত তিনজন অভিযুক্তকে আটক করল পুলিশ। ৫০০ ও ১ হাজারের নোটে ৩১ লক্ষ ৬৫ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।['একদিকে ছাপা একদিকে সাদা' ৫০০ টাকার নোট বেরল ATM থেকে]

আরও জানানো হয়েছে, পুলিশ একটি ফোন পায়। জানতে পারে কিছু ব্যক্তি মিলে শালিমার গার্ডেন এলাকায় পুরনো নোট বদলের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে সেই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। নোটভর্তি গাড়িটিকে থামতে বললে তা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শেষপর্যন্ত গাড়িটিকে পাকড়াও করা সম্ভব হয়েছে।[নোট বাতিলের ঘটনা নৃশংস পরিকল্পনা : নিউ ইয়র্ক টাইমস]

পুরনো নোটে ৩১ লক্ষের বেশি টাকা সমেত তিনজন আটক

গাড়ি থেকে আটক পরমজিত সিং নামে এক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অতুল নামে একজন তাকে ডেকে এনেছিল। সেইই ৫০ শতাংশ কমিশন নিয়ে পুরনো নোট বদল করে দেবে বলেছিল। ৩৪ লক্ষ ৬৫ হাজার টাকার বদলে ১৫ লক্ষ ৮২ হাজার টাকা পাওয়ার কথা ছিল।[নোট বাতিলের ২ মাস পরে চাঞ্চল্যকর বয়ান আরবিআইয়ের]

ধৃত পরমজিত আরও জানিয়েছে, যখনই সে শালিমার গার্ডেনে পৌঁছয়, সঙ্গে সঙ্গে অতুল পুরো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরই ঘটনাস্থলে থাকা কয়েকজন খবর দিলে পুলিশ এসে পরমজিতকে আটক করে। সেই গাড়িতে ঋষি কাপুর ও শ্যামবীর সিং নামে দুজনও ছিল বলে জানা গিয়েছে।[২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ! তার জায়গায় কী আসবে জানেন কি?]

স্থানীয় পুলিশ সুপার সলমন তাজ পাতিল জানিয়েছেন, গোটা ঘটনা জানিয়ে ইতিমধ্যে আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে। যা আইনি ব্যবস্থা নেওয়ার তারাই নেবে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বরের পর থেকে পুরনো নোট জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী

English summary
3 Held With Old Currency Notes Worth Rs. 31.65 Lakh In Ghaziabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X