For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হিট অ্যান্ড রান' মামলার ফাইল আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে!

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৭ মে : এই মাসের শুরুতেই যে কাণ্ড নিয়ে আসমুদ্র হিমাচল তোলপাড় হয়ে গিয়েছিল, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সলমন খানের হিট অ্যান্ড রান মামলার নথি মহারাষ্ট্র সরকারের আইন মন্ত্রকের কাছে নেই বলে জানা গিয়েছে। [সলমন মামলায় নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের]

বস্তুত তথ্য জানার অধিকারে আপিল করে মনসুর দরবেশ নামে এক জনৈক এমনটাই জানতে পেরেছেন মহারাষ্ট্র সরকারের থেকে।

'হিট অ্যান্ড রান' মামলার ফাইল আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে!


তাঁকে জানানো হয়েছে, ২০১২ সালের ২১ জুন দক্ষিণ মুম্বইয়ে রাজ্য সরকারের হেড কোয়ার্টারে ভয়াবহ আগুন লেগে সেই নথি পুড়ে গিয়েছে। ফলে তা মনসুরবাবুকে দেওয়া সম্ভব নয়। [জেনে নিন কোন বলি তারকারা নেশার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন]

মনসুর দরবেশ এমনকী এই মামলায় ২০০২ থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত কত টাকা সরকারি তরফে খরচ করা হয়েছে, তাও জানতে চেয়েছিলেন। সে ব্যাপারেও তাঁকে কোনও তথ্য দিতে পারেনি মহারাষ্ট্র সরকার।

প্রসঙ্গত মে মাসের ৬ তারিখ মুম্বই নগর দায়রা আদালত 'হিট অ্যান্ড রান' মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয় বলিউড সুপারস্টার সলমনকে। এরপর সঙ্গে সঙ্গে হাইকোর্টে আবেদন করেন সলমনের আইনজীবীরা। সেদিনই তিন ঘণ্টার মধ্যে তাঁকে দু'দিনের অন্তর্বর্তী জামিন দেয় আদালত। ২ দিন পর সেই হাইকোর্টই সাজা মুলতুবি করে দেয়।

English summary
2002 hit-and-run-case: 'Salman Khan accident files burnt in Mantralaya blaze'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X