For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ২ বছর বয়সেই জাতীয় রেকর্ড বিস্ময় কন্যা আলিয়ার

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৯ অক্টোবর : কথায় আছে জিনিয়াসদের ক্ষেত্রে বয়সটা কোনও ব্যাপার নয়। তাই বলে মাত্র ২ বছর বয়সে জাতীয় রেকর্ড! এক কথায় কল্পনা করা অসম্ভব। [সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরি ছাড়লেন এক যুবক]

তবে এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে আলিয়া সাহুল হামিদ। ২ বছর বয়সী এই খুদে ইতিমধ্যেই নাম তুলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। তামিলনাড়ুর বাসিন্দা হলেও আলিয়া বর্তমানে মা-বাবার সঙ্গে আবুধাবিতে থাকে। [একদিনের ক্রিকেটে ধোনির রেকর্ডের লিস্ট]

মাত্র ২ বছর বয়সেই জাতীয় রেকর্ড বিস্ময় কন্যা আলিয়ার

মেমোরি রেকর্ড করার প্রতিযোগিতায় গত ২৮ সেপ্টেম্বর হরিয়ানার ফরিদাবাদে নয়া রেকর্ড গড়ে আলিয়া। প্রতিটি প্রতিযোগীকে এক মিনিটের মধ্যে যত বেশি সম্ভব গাণিতিক ও অগাণিতিক আকার মনে করে বলতে হতো। [মাত্র ১৯ দিনে ৫৭ তলা বহুতল তৈরি করল চিনা সংস্থা!]

একজনকে অন্তত ন্যূনতম ২৫ টি আকার বলতেই হবে এটাই ছিল নিয়ম। এমন অবস্থায় খুদে আলিয়া মোট ৩৫টি গাণিতিক ও অগাণিতিক আকার মনে করে বলেছে। যা এই বয়সে করা প্রায় অসম্ভব। যার জন্য পুরস্কার জিতে নিয়েছে সে। [মাঝ আকাশে চালক মৃত, বিমান মাটিতে নামালেন এক আনকোরা মহিলা যাত্রী]

প্রসঙ্গত, ২০০৪ সালে বিশ্বরূপ রায়চৌধুরী নামে এক গিনেস বুক রেকর্ডধারী এই প্রতিযোগিতা চালু করেছেন। সরকারি তরফে এর কোনও যোগ না থাকলেও আলিয়ার কৃতিত্ব এর মাধ্য়েমই গোচরে এসেছে। ['গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে'-তে রেকর্ড ভারতের, নাম উঠল গিনেস বুকে]

English summary
2-year-old girl creates national record; meet the Wonder Kid Aaliyah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X