For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেড় বছরের শিশুর ওজন ২২ কেজি! বিরল রোগ জানিয়েছেন চিকিৎসকেরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পুনে, ৬ জুলাই : বয়স মাত্র ১৮ মাস। কিন্তু তাতে কি? এখনই ওজন গিয়ে পৌঁছেছে ২২ কেজিতে। বিরল রোগে আক্রান্ত এই শিশুটির নাম শ্রীজিত হিঙ্গনকর। সে পুনের বাসিন্দা। ['ত্বকবিহীন' শিশু জন্ম নিল নাগপুরে]

এই ধরনের বিরল রোগ ভারতে এই নিয়ে দ্বিতীয়বার ধরা পড়ল। শ্রীজিতের পরিবার যখন তাকে নিয়ে হাসপাতালে দেখাতে আসেন, সেখানে সব পরীক্ষার পরে এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। [বিশ্বের সবচেয়ে 'বেশি ওজনের শিশু' জন্ম নিল কর্ণাটকে]

দেড় বছরের শিশুর ওজন ২২ কেজি! বিরল রোগ জানিয়েছেন চিকিৎসকেরা

লেপটিন হরমোনের খামতি রয়েছে শিশুটির শরীরে। ফলে পেট কতটা ভর্তি হয়েছে তার সঙ্কেত সঠিকভাবে মস্তিষ্কে পৌঁছতে পারে না। ফলে খাওয়ার অন্ত থাকে না বা খিদেও মেটে না। [এই বিশালদেহী সদ্যজাতরা জন্মেই রেকর্ড গড়েছে]

জানা গিয়েছে, এই ধরনের রোগের চিকিৎসা ভারতে এখনও উপলব্ধ নয়। ফলে বিদেশেই সম্ভবত নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে ছোট্ট শ্রীজিতের। চিকিৎসকেরা জানিয়েছেন, সঠিক চিকিৎসা হলে শিশুটির সেরেও উঠতে পারে। [হরিয়ানায় ৭০ বছরের বৃদ্ধা জন্ম দিলেন প্রথম সন্তানের, স্বামীর বয়স ৭৯]

শ্রীজিতের পরিবারের তরফে জানা গিয়েছে, জন্মের সময়ে শিশুটির বয়স ছিল ২.৫ কেজি। ৬ মাস বয়সে তা হয় ৪ কেজি। এরপরই তা অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বাড়তে বাড়তে তা ১৮ মাসে ২২ কেজিতে পৌঁছেছে।

জানা গিয়েছে, সারাক্ষণ খিদে পায় শ্রীজিতের। খেতে না দিলেই চিৎকার করে বাড়ি মাথায় তোলে সে। তাই দেখে চিকিৎসকের কাছে এসেছিলে তার বাবা-মা। তখনই এই বিরল রোগের কথা জানতে পারেন।

English summary
18-month-old Pune toddler weighs 22 kgs, suffers from rare disorder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X