For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যূত, মৃত ১৪৯

কানপুরের কাছে পুখারমকে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ১৪টি বগি লাইনচ্যূত হয়ে কমপক্ষে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ নভেম্বর : কানপুরের কাছে পুখারায়ানে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ১৪টি বগি লাইনচ্যূত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৯। আহতের সংখ্যা প্রায় ২০০ ছাড়িয়ে গিয়েছে। কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরায়ানের কাছে মধ্য রাত ৩ টে নাগাদ এই ঘটনা ঘটে। এই সময় যাত্রীরা সবাইকে ঘুমচ্ছিলেন। [ছবিতে দেখে নিন ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ভয়াবহ রেল দুর্ঘটনা]

উত্তরমধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার জানিয়েছেন, মেডিক্যাল টিম এবং সিনিয়র রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার খবর পেতে কিছুটা সময় লেগে গিয়েছে।

পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যূত, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩, আহত ১৫০

লাইভ আপডেট দেখে নিন এখানে

রাত ১০ টা ০৫ মিনিট : রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৯।

দুপুর ২ টো ১৭ মিনিট : মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। এখনও আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুপুর ১টা ৩৮ মিনিট : পাটনা রেল স্টেশনে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যার্থে হেল্প ডেস্ক তৈরি হয়ে বলে জানা গিয়েছে

দুপুর ১ টা ১৪ মিনিট : রেলের প্রতিমন্ত্রী মনোজ সিনহা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন।

সকাল ১০ টা ৫৪ মিনিট : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১। আহতের সংখ্যা ছাড়াল ২০০

সকাল ১০ টা ৪৩ মিনিট : এখনও দুটি বগি কাটা হয়নি। এই দুটি বগি কাটা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সকাল ১০ টা ৪০ মিনিট : সুরেশ প্রভুর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা এবং আহতদের জন্য ২৫,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সকাল ১০ টা ৩০ মিনিট : রেলমন্ত্রী সুরেশ প্রভু মৃতদের পরিবারের জন্য মাথাপিছু ৩.৫ লক্ষ টাকা গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সকাল ১০ টা ১১ মিনিট :

সকাল ৯ টা ৩৩ মিনিট : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

সকাল ৯ টা ১৭ মিনিট : সিনিয়র পুলিশ আধিকারিক দলজিৎ সিং চৌধুরি জানিয়েছেন, উদ্ধারকাদে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে।

সকাল ৯ টা ৫ মিনিট : ট্রেনের ২টি কামরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ মৃত যাত্রীই এই দুই কামরায় ছিলেন বলে জানা গিয়েছে।

সকাল ৮ টা ১০ মিনিট : এই দুর্ঘটনার খবর জানার পর টুইট করেন প্রধানমন্ত্রী।

সকাল ৭ টা ৪০ মিনিট : ইতিমধ্যেই বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

  • ঝাঁসি - ০৫১০১০৭২
  • ওরাই - ০৫১৬২১০৭২
  • কানপুর - ০৫১২১০৭২
  • পোখরায়ান - ০৫১১৩-২৭০২৩৯

সকাল ৭ টা ৩২ মিনিট : কানপুরের আইজি জাকি আহমেদ জানিয়েছেন, এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। উদ্ধার কাজ চলছে। বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সকাল ৭ টা ৩০ মিনিট: কানপুরের কাছে পুখারমকে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ১৪টি বগি লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।

English summary
14 coaches of Patna-Indore Express derail, 149 bodies recovered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X