For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০৪ বছর বয়সী বৃদ্ধার নিতম্ভে অস্ত্রোপচার করে রেকর্ড গড়লেন চিকিৎসকেরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ জুলাই : গ্রেটার নয়ডার মাতেশ্বরী দেবীর বয়স ১০৪ বছর। এই বয়সে জটিল শল্য চিকিৎসার ধকল সয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি। নিতম্ভে অস্ত্রোপচার হয়েছে মাতেশ্বরীদেবীর। যা এত বেশি বয়সের কারও আগে কখনও হয়নি। [দেড় বছরের শিশুর ওজন ২২ কেজি!]

জানা গিয়েছে, পড়ে গিয়ে নিতম্ভের হাড় ভেঙে যায় মাতেশ্বরীদেবীর। তার অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১০৩ বছর বয়সী যুক্তরাজ্যের এডিথ ডিউহার্স্ট এর। তবে সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন এই মহিলা। [বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!]

১০৪ বছর বয়সী বৃদ্ধার নিতম্ভে অস্ত্রোপচার!

বাতের রোগী মাতেশ্বরীদেবী পড়ে গিয়ে বাম নিতম্ভে চোট পান। শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। নয়ডায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একটি হাড় ভেঙেছে ও একটি জায়গা সরে গিয়েছে বলে ধরা পড়ে। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। [ 'হেয়ার ট্রান্সপ্লান্ট' করিয়ে মৃত চেন্নাইয়ের মেডিক্যাল পড়ুয়া]

১৯১১ সালে জন্মগ্রহণ করেন মাতেশ্বরীদেবী। পাঁচ সন্তান রয়েছে তাঁর। তাদের বয়স যথাক্রমে লীলাবতী (৮০), সুশীলা (৭৩), নরেন্দ্র সিং (৬৫), ফুলবতী (৬১) ও বিন্দু (৫৬)। অস্ত্রোপচারের পরে সুস্থ রয়েছেন মাতেশ্বরীদেবী। ওয়াকার নিয়ে হাঁটতে হলেও দৈনন্দিন কাজকর্ম করতে কোনও অসুবিধা হচ্ছে না তাঁর। [দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস']

মায়ের এমন সফল অস্ত্রোপচারের পর ছেলে-মেয়ে সহ পরিবারের সদস্যদের মধ্যে খুশির হাওয়া। তবে এই রেকর্ডের বিষয়ে গিনেস রেকর্ডসে যোগাযোগ করা হবে কিনা সেই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে পরিবারের তরফে জানা গিয়েছে।

English summary
104-year-old Greater Noida woman worlds oldest to undergo hip surgery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X