For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টক টু অল অ্যাপ, মুশকিল আসান অনেকেরই, কী আছে এতে দেখুন

টক টু অল অ্যাপটি তৈরি করেছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার শরত মুসাম। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করেই পাওয়া যাবে সুবিধা। অটিস্টিক শিশু,কিংবা বাকশক্তিহীন মানুষদের জন্য উপযোগী এই অ্যাপ

  • |
Google Oneindia Bengali News

লক্ষ-লক্ষ মানুষ কথা বলার সমস্যায় জর্জরিত। বেশির ভাগ ক্ষেত্রে স্ট্রোক কিংবা সেরিব্রাল পলসি বাক শক্তিতে প্রভাব ফেলে। সেই সব মানুষদের জন্য তৈরি টক টু অল।

অটিস্টিক শিশু কিংবা বাকশক্তিহীন জন্য নতুন অ্যাপ টক টু অল

কর্নাটকের বাসিন্দা হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ার শরত মুসাম এই অ্যাপটি তৈরি করেছেন। যাঁরা কথা বলতে পারেন না, কিংবা কথা বলতে অসুবিধা তাদের কথা ভেবেই এই অ্যাপ।

অটিস্টিক শিশুদের ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী এই অ্যাপটি। পারকিনসন্স রোগীদের ক্ষেত্রেও, যথেষ্ট সাহায্য করে বলে দাবি, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ইঞ্জিনিয়ারের।

একজন বাকশক্তিহীন মানুষ, প্রত্যেকের কাছেই তাঁর মনের ভাব ভাষায় প্রকাশ করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। কোন ভাষাকে উনত্রিশটি ভাষায় রূপান্তর করতে পারে এই অ্য়াপটি।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপস ডাউনলোড করেই পাওয়া যাবে সুবিধা। ৬৮ টি ভাষায় রূপান্তরিত হবে ব্যবহারকারীর সংকেত। অ্যাপের মাধ্যমে হবে ভয়েস কল। ফ্রি চ্যাটের পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। এমন কী ওয়াইফাইয়ের সঙ্গে থ্রি-জি, ফোর-জিতেওো গোটা বিশ্ব জুড়ে কাজ করবে এই অ্যাপ।

স্টিফেন হকিং কথা বলার জন্য ডেকটেক নামে এমনই এক স্পিক সিন্থেসাইজার ব্যবহার করেন।

English summary
Who have lost their speaking abilities can benefit from talk 2 all app
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X