For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের কোথায় ও কবে প্রথম উত্তোলিত হয় জাতীয় পতাকা? জানেন কি?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সোমবার সারা ভারতে পালিত হয়েছে ৭০তম স্বাধীনতা দিবস। কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে হিমাচল প্রদেশ পর্যন্ত রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে আপামর ভারতবাসী জাতীয় পতাকা উত্তোলিত করে দেশকে সম্মান জানিয়েছে। দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। [রাস্তায় বেরনোর আগে 'মোটর ভেহিক্যালস আইন' এর গুরুত্বপূর্ণ দিকগুলি জেনে নিন]

তবে জানেন কি, কবে ও কোথায় স্বাধীন ভারতে জাতীয় পতাকা উত্তোলিত হয়? ইতিহাস বলছে, ১৫ অগাস্ট, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরের দিন অর্থাৎ ১৬ অগাস্ট দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লায় প্রথম তেরঙা পতাকা উত্তোলন করেন। তবে থেকে লালকেল্লার উপরে উড়তে থাকা পতাকা আমাদের দেশের স্বাধীনতা ও গৌরবের ধ্বজা বহন করে চলেছে। [জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে]

ভারতের কোথায় ও কবে প্রথম উত্তোলিত হয় জাতীয় পতাকা? জানেন কি?

তথ্য বলছে, জওহরলাল নেহরুই প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি মোট ১৭ বার লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন। আর কোনও প্রধানমন্ত্রীর এই রেকর্ড নেই। এরপরে রয়েছেন তাঁরই কন্যা ইন্দিরা গান্ধী। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোট ১৬ বার প্রধানমন্ত্রী হিসাবে জাতীয় পতাকা তুলেছেন। ['আফস্পা' আসলে কি? যার জন্য ১৬ বছর অনশন করলেন ইরম চানু শর্মিলা!]

এরপরে রয়েছেন আর এক কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি মোট ১০বার লালকেল্লায় দেশের জাতীয় পতাকা তুলেছেন। এরপরে রয়েছেন বিজেপির অটল বিহারী বাজপেয়ী। তিনি মোট ৬ বার প্রধানমন্ত্রিত্বকালে জাতীয় পতাকা তুলেছেন। [দক্ষিণ চিন সাগর নিয়ে এত লড়াই কেন? কী এর প্রেক্ষাপট?]

এদের পরই রয়েছেন রাজীব গান্ধী ও পিভি নরসীমা রাও। এরা দুজনে ৫ বার করে জাতীয় পতাকা উত্তোলন করেছেন লালকেল্লায়। এছাড়া লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, চরণ সিং, ভিপি সিং, এইচডি দেবগৌড়া, আইকে গুজরাল-ও প্রধানমন্ত্রী হিসাবে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন। গুলজারি লাল নন্দা ও চন্দ্র শেখরও ভারতের প্রধানমন্ত্রী হলেও কখনও স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে পারেননি।

English summary
When the Tricolour was 1st unfurled at Red Fort on 1947
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X