For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে তো চড়েন কিন্তু কামরার বাইরে থাকা এই সংখ্যাগুলির মানেটা জানেন

কোনও দিন কি মনে প্রশ্ন জেগেছে, যে ট্রেনে আপনি চড়ছেন, তার বগির বাইরের নম্বরের অর্থটা কী? এটাও হয়তো জানেন না রঙ ছাড়াও রাজধানী কিংবা জনশতাব্দির মতো ট্রেন চিনতেও আলাদা সংখ্যা ব্যবহার করে ভারতীয় রেল।

  • By Dibyendu Saha
  • |
Google Oneindia Bengali News

বহুকোটি মানুষের এই দেশে রেলই একমাত্র সস্তার বাহন। প্রতিদিন প্রায় দুকোটি ত্রিশলক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে রেলেই ভ্রমণ করেন। কিন্তু রেল কোচ কিংবা বগির বাইরের যে নম্বর দেওয়া থাকে তা নিয়ে কোনও দিন আপনাদের কারও মনে কোনও প্রশ্ন জেগেছে কি?আমরা বেশির ভাগ মানুষরাই জানি না ওই ৫ থেকে ৬ সংখ্যার অর্থটা কী।

ট্রেনে তো চড়েন কিন্তু কামরার বাইরে থাকা এই সংখ্যাগুলির মানেটা জানেন

আমাদের দেশে প্রত্যেকটা ট্রেন কোচ কিংবা বগির বাইরে থাকা সংখ্যাটা ভারতীয় রেলওয়ের কাছে নথিভুক্ত থাকে। বেশির ভাগ ক্ষেত্রে ৪, ৫ কিংবা ৬ সংখ্যার প্রথম ২ সংখ্যা, ওই কোচ কিংবা বগি তৈরির বছরকে নির্দেশ করে। উদাহরণ হিসেবে যদি সংখ্যাটা হয় ৯৪৩৯, তাহলে তা তৈরি হয়েছে ১৯৯৪ সালে। সংখ্যাটা যদি হয়,০৫০৫২,তাহলে ওই কোচ কিংবা বগি তৈরির বছর ২০০৫ সাল। তবে ব্যতিক্রম রাজধানী এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন।

এসি স্পেশাল কিংবা স্লিপারে যে সংখ্যা থাকে তার অর্থ হল-
০০১-০২৫ : এসি ফার্স্ট ক্লাস
০২৫-০৫০ : কম্পোসিট ফার্স্ট এসি+এসি-২টিয়ার
০৫০-১০০ : এসি ২টিয়ার
১০১-১৫০ : এসি ৩টিয়ার
১৫১-২০০ : এসি চেয়ারকার
২০১-৪০০ : স্লিপার সেকেন্ড ক্লাস
৪০১-৬০০ : জেনারেল সেকেন্ড ক্লাস
৬০১-৭০০ : ২এল সিটিং জনশতাব্দি চেয়ার কার
৭০১-৮০০ : সিটিং কাম লাগেজ রেক

কোচ কিংবা বগির বাইরে লেখা ডব্লুসিআর, ইআর, এনএফ-এর অর্থ হল, তা তৈরি করেছে ওয়েস্ট সেন্ট্রল রেল, পূর্ব রেল কিংবা নর্থ ফ্রন্টিয়ার রেল।

English summary
what is the meaning of the numbers outside the train compertment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X