For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্তমান প্রেক্ষাপটে কোনদিকে গড়াতে পারে তামিলনাড়ু রাজনীতি? চারটি সম্ভাবনা

পন্নিরসেলবম ও অন্য শীর্ষ এআইএডিএমকে নেতারা শশীকলার বিরুদ্ধে চলে গিয়েছেন। এই অবস্থায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন কী সম্ভাবনা তৈরি হতে পারে তা জেনে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিমুহূর্তে রং বদল করছে। কখনও মনে হচ্ছে শশীকলা নটরাজন ছাপিয়ে যাবেন পন্নিরসেলবমকে, তো কখনও নিজের শক্তি হাজির করে রাজ্য রাজনীতিতে হুলুস্থুল তৈরি করছেন। বলা যায় একই দলের দুই যুযুধান পক্ষ শশীকলা ও পন্নিরসেলবমের লড়াই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি করেছে।[শশীকলাকে মুখ্যমন্ত্রী হতে না দেওয়ার ষড়যন্ত্রে শামিল তামিলনাড়ুর রাজ্যপালও!]

জয়ললিতার মৃত্যুর পরে তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগীই একে অপরের বিরুদ্ধে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর পদ দখলের লড়াইয়ে নেমেছেন। ও পন্নিরসেলবম এবার ধরলে মোট তিনবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আর প্রতিবারই জয়ললিতার আসনে বসেছেন, উঠে গিয়েছেন।[নতুন কোনও রাজনৈতিক দল গড়ার ইচ্ছে নেই : ও পন্নিরসেলবম]

বর্তমান প্রেক্ষাপটে কোনদিকে গড়াতে পারে তামিলনাড়ু রাজনীতি? চারটি সম্ভাবনা

জয়ললিতা ডিসেম্বরে মারা যাওয়ার পরে মুখ্যমন্ত্রী হিসাবে স্বাভাবিক পছন্দ ছিলেন তিনিই। সেইমতো তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। তবে অপরদিকে হঠাৎ করে শশীকলার উত্থান ও এআইএডিএমকে নেত্রী হিসাবে নিজেকে মেলে ধরে মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে হাত বাড়ানোয় গোলমালের সূত্রপাত। ফলে ফলেই পন্নিরসেলবম ও অন্য শীর্ষ এআইএডিএমকে নেতারা শশীকলার বিরুদ্ধে চলে গিয়েছেন। এই অবস্থায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন কী সম্ভাবনা তৈরি হতে পারে তা জেনে নেওয়া যাক একনজরে।[শশীকলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণী নায়ক কামাল হাসান]

{photo-feature}

English summary
fast-changing political situation in Tamil Nadu has produced a clutch of possibilities in the power struggle between chief minister O Panneerselvam and AIADMK chief Sasikala Natarajan — elevated to their current ranks after the death of J Jayalalithaa, who held both positions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X