For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের বহর দেখে প্রচুর মার্কিনি দেশ ছাড়তে উদ্যোগী, জানাচ্ছে রিপোর্ট

ডোনাল্ড ট্রাম্প যেখানে মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলে বা মুসলমানদের আটকে মার্কিন দেশকে সুরক্ষিত করার কথা বলছেন, সেখানে তাঁর দেশের মানুষই বিরক্ত হয়ে কানাডায় পাড়ি দেওয়ার কথা ভাবছেন

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনী প্রচারে মেক্সিকোর সঙ্গে তাঁর দেশের সীমান্তে দেওয়াল তুলে দেওয়ার কথা বলেছেন। বলেছেন মুসলমানদের আমেরিকার মাটিতে পা রাখা বন্ধ করে দেওয়ার কথাও।

কিনতু তিনি বোধহয় আদৌ জানেন না যে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে "সুরক্ষিত" করতে ব্যস্ত, তখন অনেক মার্কিন নাগরিকই তাঁদের দেশের রাজনৈতিক বাতাবরণে বিরক্ত হয়ে উত্তুরে প্রতিবেশী কানাডায় পাড়ি দিতে উদ্যোগী। তাঁদের পাশাপাশি রয়েছেন মার্কিন মুলুকে বসবাসকারী কানাডিয়ানরাও।

নির্বাচনের বহর দেখে প্রচুর মার্কিনি দেশ ছাড়তে উদ্যোগী!

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএ টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সীমান্তে অবস্থিত কানাডার ওন্টারিও প্রদেশে রিয়েল এস্টেটের কারবারিরা জানাচ্ছেন কোনও বিজ্ঞাপন না দেওয়া সত্ত্বেও প্রচুর লোক সেদেশে ঘর-বাড়ি-সম্পত্তির খোঁজে উপস্থিত হচ্ছেন ।
প্রতিবেদনটির মতে, এই প্রবণতা নতুন কিছু নয় কিন্তু এ বছর যেন ব্যাপারটা একটু বেশিই চোখে পড়ছে। যাঁরা কানাডাতে পাড়ি দিতে চাইছেন, তাঁদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও রয়েছেন নামিদামি সেলিব্রিটি এবং এঁদের মধ্যে বেশিরভাগই রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

কানাডার অভিবাসন দফতর জানিয়েছে গত মার্চ এবং জুন মাসে অভিবাসন সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে বেশি প্রশ্ন তারা পেয়েছে মার্কিনিদের থেকে, জানিয়েছে ইউএসএ টুডে। এই দু'টি মাসেই রিপাবলিকান প্রার্থী হোয়াইট হাউসের দৌড়ে বড় পা ফেলে এগোতে থাকেন। আর তাতেই ভীত হয়ে পড়েন সাধারণ মানুষ।

কানাডার টরোন্টোতে অভিবাসন-সংক্রান্ত আইনজ্ঞ জোএল স্যান্ডালউক ইউএসএ টুডে-কে বলেন তাঁর দফতরেও প্রচুর প্রশ্ন এসেছে এই সম্পর্কে। "রিপাবলিকান কনভেনশন-এর সময়ে এই প্রবণতাটিকে বাড়তে দেখা গিয়েছিল। পরে তা একটু কমলেও একটা ব্যাপার পরিষ্কার: নিজের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হয়ে পড়লেই মানুষ অন্যত্র চলে যাওয়ার কথা ভাবে," স্যান্ডালউক জানান ইউএসএ টুডেকে।

English summary
US election 2016: Several disappointed Americans thinking about going to Canada
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X