For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ছোটদের বইয়ে 'কীভাবে বাচ্চা হয়'-র ছবি ও বিবরণ দেখলে আঁতকে উঠবেন আপনিও!

Google Oneindia Bengali News

আজকালকার যা দিনকাল পড়েছে তাতে ছোটদের ক্ষেত্রে যৌন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারও একটা পদ্ধতি রয়েছে। কিন্তু ১৯৭৫ সালে ডেনমার্কের লেখক ও মনোবিদ হোম নুডসেন-এর লেখা ছোটদের বই 'হাউ এ বেবি ইজ মেড'-এ যেভাবে বাবা-মা-এর যৌন মিলন এবং সন্তান জন্মানোর কাহিনীর ছবি ও বিবরণ দেওযয়া হয়েছে, তা দেখে আপনার ছেলেমেয়ে শিখুক তা হয়তো আপনিও চাইবেন না।

এই বইতে কার্টুনের সাহায্যে বাবা-মায়ের প্রথম দেখা হওয়া থেকে শুরু করে, যৌন মিলন, মায়ের গর্ভবতী হওয়া এবং সবশেষে সন্তান জন্মানোর যে ছবি তুলে ধরা হয়েছে, তা দেখলে আপনিও আঁতকে উঠবেন।

বইয়ের পাতায় যে যৌন শিক্ষা তুলে ধরা হয়েছে তার ঝলক দেখে নিন নিচে।

এই সেই বই

এই সেই বই

১৯৭৫ সালে ডেনমার্কের লেখক ও মনোবিদ হোম নুডসেন-এর লেখা ছোটদের বই 'হাউ এ বেবি ইজ মেড'

মা-বাবার ভালবাসা

মা-বাবার ভালবাসা

এখানে মা-বাবার ভালবাসার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে মা ও বাবা কীভাবে পৃথিবীতে শিশুর জন্ম দেওয়ার জন্য একে অপরকে সাহায্য করেছে।

উলঙ্গ বাবা-মা

উলঙ্গ বাবা-মা

এই পৃষ্ঠায় বাবা ও মায়ের দু-পায়ের মাঝের যৌনাঙ্গ সম্পর্কে জ্ঞান বিতরণ করা হয়েছে।

বাবা মায়ের ভালবাসা

বাবা মায়ের ভালবাসা

এই পৃষ্ঠায় বলা হয়েছে যখন বাবা-মা একে অপরকে ভালবাসেন এবং খুব কাছে আসতে চান তখন বাবার যৌনাঙ্গ বড় হয়ে যায়।

যৌন মিলন

যৌন মিলন

শুক্রাণু ডিম্বাণুর মিলনের কথা এখানে বলা হয়েছে।

শুক্রাণু ডিম্বাণুর মিলন

শুক্রাণু ডিম্বাণুর মিলন

শুক্রানু-ডিম্বানুর মিলনে কীভাবে মায়ের গর্ভে শিশুর জন্ম হতে পারে তার বিবরণ দেওয়া হয়েছে এখানে।

নাড়ির টান

নাড়ির টান

প্রথম অবস্থায় ভ্রূণ কেমন দেখতে হয় এবং মায়ের গর্ভেই নাড়ির সঙ্গে কীভাবে যুক্ত হয় তার বিবরণ রয়েছে এখানে।

গর্ভে শিশুর বড় হওয়া

গর্ভে শিশুর বড় হওয়া

মায়ের গর্ভে শিশুর বড় হওয়ার ঘটনার বিবরণ দেওয়া হয়েছে এই পৃষ্ঠায়।

ন মাস অতিক্রান্ত

ন মাস অতিক্রান্ত

৯ মাস পরে শিশুর আকৃতির বিবরণ দেওয়া হয়েছে এখানে।

প্রসবের সময়

প্রসবের সময়

একদিন মা বাবাকে বলেন, শিশুর জন্মের সময় এসে গিয়েছে। তা লেখা রয়েছে এই পৃষ্ঠায়।

হাসপাতাল

হাসপাতাল

শিশুর জন্মের জন্য বাবা-মা দুজনে মিলে হাসপাতালে যায়।

ডাক্তারের সান্নিধ্যে

ডাক্তারের সান্নিধ্যে

এই পৃষ্ঠায় বলা হয়েছে, ডাক্তারের সহযোগিতায় মা শিশুর জন্ম দেয়। কিছু কিছু সময় বাবাও সামনে থাকে যাতে জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে দেখতে পান তিনি।

মাথা আগে

মাথা আগে

শিশুর জন্মের সময় আগে মাথা বের হয়।

শিশুর জন্ম

শিশুর জন্ম

মাথার পরে হাত বেরয়। তারপর পূর্ণাঙ্গভাবে কীকরে শিশুর জন্ম হয় তা ছবির মাধ্যমে এই পৃষ্ঠায় দেওযা হয়েছে।

প্রথম কোলে

প্রথম কোলে

মা প্রথম শিশুকে কোলে নেয়।

পরিবার

পরিবার

বাবা শেষে মা ও শিশুকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে এবং সুখে শান্তিতে বসবাস করে। এই হল গোটা গল্প।

ছবি সৌজন্য আর্ট শিপ

English summary
This Graphic Children's Book On 'How A Baby Is Made' Is So Traumatising It'll Give Adults Nightmares!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X