For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ানইন্ডিয়া এক্সক্লুসিভ : শেষ বয়ানে দোষীদের কী শাস্তি চেয়েছিলেন নির্ভয়া?

মৃত্যুর আগে নির্ভয়ার দেওয়া জবানবন্দিই এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হয়েছে। সেই জবানবন্দিতে ঠিক কী বলেছিল নির্ভয়া আসুন জেনে নেওয়া যাক ওয়ানইন্ডিয়া এক্সক্লুসিভে।

  • |
Google Oneindia Bengali News

মৃত্যুর আগে নির্ভয়ার দেওয়া জবানবন্দিই এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হয়েছে। সুপ্রিম কোর্ট ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত চার অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে দিল্লির রাস্তায় নির্মমভাবে ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় নির্ভয়াকে। সারা দেশ সেই ঘটনায় শিউরে উঠেছিল।

দিল্লির রাস্তায় সেদিন চলন্ত বাসে ধর্ষণ করাই শুধু নয়, পাশবিক অত্যাচার নেমে এসেছিল জ্যোতি ওরফে নির্ভয়ার উপরে। গোপনাঙ্গে রড ঢুকিয়ে শুধু শরীর নয়, ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল ২৩ বছর বয়সী এক ঊজ্জ্বল মেধাবী মেডিক্যাল পড়ুয়ার স্বপ্ন, তাঁর পরিবারের ভবিষ্যত। মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে ঠিক কী বলেছিল নির্ভয়া আসুন জেনে নেওয়া যাক ওয়ানইন্ডিয়া এক্সক্লুসিভে।

ওয়ানইন্ডিয়া এক্সক্লুসিভ : শেষ বয়ানে দোষীদের কী শাস্তি চেয়েছিলেন নির্ভয়া?

আপনার নাম, বাবার নাম ও বাড়ির ঠিকানা?

এই অংশটি নির্ভয়ার সম্মানের ক্ষেত্রে পাঠকদের সামনে আনা হল না।

আপনি কি পাঠরতা নাকি চাকরি করেন?

আমি ফিজিওথেরাপিতে স্নাতক পাশ করেছি।

কখন ঘটনাটি ঘটেছে?

১৬ ডিসেম্বর রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে।

ঘটনার দিন কোথায় গিয়েছিলেন আপনি?

এক বন্ধুর সঙ্গে আমি সিলেক্ট সিটি ওয়াক মলে 'লাইফ অব পাই' সিনেমা দেখতে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে অটোয় চেপে মুনিরকা যাই।

তারপর কী হল?

সেখান থেকে আমাকে দ্বারকা যেতে হতো। দশ টাকা দিয়ে আমি ও আমার বন্ধু সাদা বাসে উঠি।

বাসে সেইসময়ে কতজন ছিল?

বাসে সেইসময়ে ৬-৭ জন ছিল।

বাসে কি হয়েছিল?

বাস যখন মলয় মন্দিরে পৌঁছল, কনডাক্টর বাসের দরজা বন্ধ করে দিল ও লাইট নিভিয়ে দিল। আমার বন্ধুকে নিগ্রহ করল। আমাকে পিছনের সিটে নিয়ে গেল। সেখানে আমাকে ধর্ষণ করা হল। আমার বন্ধুর টাকার ব্যাগও নিয়ে নিয়েছিল। প্রায় এক ঘণ্টা ধরে এসব চলেছিল।

বাস কি কোথাও থামানো হয়েছিল?

না।

বাসের লোকেরা কোনও নাম নিয়েছিল কি?

ওরা রাম সিং, ঠাকুর, মুকেশ, রাজু, পবন, বিনয় বলে চেঁচাচ্ছিল। অন্ধকারে সবার মুখ একরকম লাগছিল।

আপনার সংজ্ঞা ছিল?

হ্যাঁ আমার সংজ্ঞা ছিল। তবে পরে অজ্ঞান হয়ে যাই। ওরা আমাকে ঘুষি, লাথি মারছিল।

তারপর কী হয়েছিল?

আমাকে ও আমার বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল।

এই মানুষদের সঙ্গে কী করা উচিত?

এদের ফাঁসি দেওয়া উচিত অথবা জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত।

(এই বয়ান মৃত্যুর পূর্বে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে গিয়েছিলেন নির্ভয়া)

English summary
They should be burnt alive: Read Nirbhaya's dying declaration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X