For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে আসতে চলেছে iPhone 7, জেন নিন এর ৭ দারুণ বৈশিষ্ট!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সমস্ত গুজবের ইতি ঘটিয়ে অবশেষে আইফোন ৭-এর আত্মপ্রকাশের দিন। আগামী ৭ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে জনসমক্ষে আনা হবে এই লেটেস্ট টেকনোলজির ফোনটি। [পকেটে রাখা iPhone 6 ফেটে বিপত্তি, গুরুতর আঘাত নিয়ে যেতে হল হাসপাতালে]

এই ফোনে কি কি বিশেষ বৈশিষ্ট থাকতে পারে তা নিয়ে ইতিমধ্যে খবর রটতে শুরু করেছে মিডিয়ায়। আর সেই সব মিডিয়া রিপোর্ট থেকে যতটা জানা গিয়েছে তার মধ্যে থেকে সেরা ৭টি বৈশিষ্ট আমরা পাঠকদের জন্য নিয়ে এসেছি। [(ছবি) স্মার্টফোনের ব্যাটারি নিয়ে এই মিথগুলিতে কি বিশ্বাস করেন আপনিও!]

বাজারে আসতে চলেছে আইফোন ৭, জেন নিন এর ৭ দারুণ বৈশিষ্ট!

১. রিপোর্ট অনুযায়ী, আইফোন ৭ এ ৩.৫ এমএম অডিও জ্যাক থাকবে না। নতুন আইফোন আরও পাতলা হবে।

২. নয়া আইফোন ৭-এর জন্য ওয়্যারলেস হেডফোনের প্রয়োজন পড়বে। এটি ব্লুটুথের সাহায্যে কানেক্ট করা যাবে।

৩.আইফোন ৭-এ ডুয়াল লেন্স ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ডুয়াল লেন্স নিতে না চাইলে সিঙ্গল লেন্স দিয়েও আর এক ধরনের আইফোন ৭-ও বাজারে মিলবে। [এই অ্যাপসগুলির জন্যই ফোনের 'ব্যাটারি লাইফ' দফারফা হয়]

৪. নয়া আইফোন ৭-এ স্মার্ট কানেক্টর থাকার সম্ভাবনা রয়েছে। সবার আগে আইপ্যাড-প্রোতে এটা ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে স্মার্ট কিবোর্ডও কানেক্ট করা যাবে।

৫. রিপোর্ট বলছে, আইফোন ৭-এ ২ জিবির RAM আর আইফোন ৭ প্লাস-এ ৩ জিবির RAM থাকতে পারে। [(ছবি) এই ১০ অ্যাপ আপনার স্মার্টফোনে থাকাটা অত্যন্ত প্রয়োজন!]

৬. আইফোন ৭-এ ৪.৭ ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হতে পারে অন্যদিকে আইফোন ৭ প্লাসে ৫.৫ ইঞ্চির QHD ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

৭. আইফেন ৭ দিয়ে যাতে আরও ভাল ফটোগ্রাফি করা যায় তার জন্য অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

English summary
These are i Phone 7 and 7 plus 7 features
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X