For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ঈশ্বর-বন্দনায় ভারতবাসী

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৬ মার্চ : আজ, দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ ঘিরে দেশ জুড়ে উন্মাদনা কম নয়। কোথাও চলছে ঈশ্বরবন্দনা, তো কোথাও ভারতের পতাকায় পাড়া সাজানোর হুল্লোড়।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ আপডেট

বিশ্বকাপে এই পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে ভারত। যার মধ্যে ৭ বারই জিতেছে অস্ট্রেলিয়া এবং ৩ বার জিতেছে ভারত। সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। তবে বিশ্বকাপে অনবদ্য ফর্মে থাকায় মানুষের প্রত্যাশা বেড়েছে।

আর সেই প্রত্যাশা থেকেই শুরু হয়েছে প্রার্থনা। বিশ্বকাপ ঘরে আবার ফিরিয়ে আনতে পারার প্রার্থনা। অজি বধের বন্দনা।

শুধু কলকাতা বা উত্তরপ্রদেশ বা মুম্বই নয়, ম্যাচ শুরুর আগে দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেটপ্রেমীরা ভারতের জয়ের জন্য প্রার্থণা শুরু করেছেন। সেই প্রার্থনারই কিছু ছবি নীচে দেওয়া হল।

এলাহবাদ

এলাহবাদ

ভারতের জয়ের প্রার্থনায় উত্তরপ্রদেশের এলাহবাগে পুজো ও বিশেষ যজ্ঞ করছেন ক্রিকেটপ্রেমীরা।

মুম্বই

মুম্বই

ভারতের জয়ের আশায় মুম্বইয়ে পুজো অর্চনা, যজ্ঞ।

ভুবনেশ্বর

ভুবনেশ্বর

ভারতের জয়ের প্রার্থনায় ভুবনেশ্বরে জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো।

কলকাতা

কলকাতা

কলকাতায় ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখতে ক্রিকেটপ্রেমীদের ভিড়।

আমরোহা

আমরোহা

ক্রিকেটার মহম্মদ শামির বাড়িতে ভারতকে সমর্থন। ছেলের সাফল্যের জন্য মনোকামনা।

আমরোহা

আমরোহা

ভারতের জয়ের আশায় মহম্মদ শামির বাড়িতে প্রার্থনা। নামাজ পাঠ। ডানদিকে শামির মা।

ক্রিকেটার গণেশ

ক্রিকেটার গণেশ

গণেশ ঠাকুরের হাতে ব্যাট। এক ক্রিকেট ভক্ত ভারতের জয়ের প্রার্থনায় পুজো দিচ্ছেন। ছবিটি চেন্নাইয়ের।

English summary
Special prayers & yagna ahead of Indis Vs Australia semi final match World Cup 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X