For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ অগাস্ট আসন্ন সূর্যগ্রহণ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য জেনে নিন

২০১৭ সালের ২১ অগাস্ট উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। প্রকৃতিক ও মহাজাগতিক এক অদ্ভুত আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে থাকতে চলেছে উত্তর আমেরিকার একটা বিস্তীর্ণ এলাকা।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের ২১ অগাস্ট উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। প্রকৃতিক ও মহাজাগতিক এক অদ্ভুত আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে থাকতে চলেছে উত্তর আমেরিকার একটা বিস্তীর্ণ এলাকা। শুধু উত্তর আমেরিকা নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই দেখা যাবে এই দৃশ্য । এই গ্রহণ সম্পর্কে রইল নানা অজানা কথা।

গ্রহণের সময়সূচি

গ্রহণের সময়সূচি

ভারতীয় সময় রাত এগারোটা নাগাদ গ্রহণ শুরু হওয়ার কারণে ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময়সূচি হল-২১ অগাস্ট রাত ১০:১৮ মিনিট থেকে রাত ১: ৩২ মিনিট পর্যন্ত। তবে রাতে এই ঘটনা ঘটবে বলে ভারত থেকে এটি দেখা যাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন জায়গায় দেখা যাবে ?

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন জায়গায় দেখা যাবে ?

আমেরিকার ওরেগনের লিঙ্কন বিচে দেখা যাবে এই দৃশ্য। মন্টানা, জর্জিয়া, ইলিনোইস,মিসৌরি, কেন্টাকি, সাউথ ক্যরোলিনা থেকে দেখা যাবে এই দৃশ্য।

গ্রহণ ঘিরে কুসংস্কার

গ্রহণ ঘিরে কুসংস্কার

গ্রহণের প্রভাব বহু রাশির জাতক জাতিকাদের ওপর পড়ে বলে মে করেন অনেকে। অনেকে ধর্ম মেনে গ্রহণের আগে খাওয়া দাওয়া সেরে ফেলেন। ভারতের বিভিন্ন প্রান্তে সূর্য গ্রহণের সময় গঙ্গা স্নান ও পূজা অর্চনা করা হয়। তবে বেশ কিছু বৈজ্ঞানিক যুক্তি ও চিরাচরিত কথন অনুযাযায়ী এই সময়ে গর্ভবতী মহিলাদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়।

 সূর্যগ্রহণ ও বিদেশী কুসংস্কার

সূর্যগ্রহণ ও বিদেশী কুসংস্কার

শুধু ভারত নয়, ইতালির মতো দেশেও সূর্যগ্রহণকে কেন্দ্র করে বেশ কিছু বিশ্বাস দানা বেঁধেছে বহুকাল থেকে। ইতালী সংস্কৃতিতে মনে করা হয় যে সূর্য গ্রহণের সময়ে ফুগাছ রোপন করলে , সেই ফুলের রক্ষ অনেক বেশি উজ্জ্বল হয়।

English summary
On Monday, August 21, 2017, all of North America will be treated to an eclipse of the sun. Anyone within the path of totality can see one of nature’s most awe-inspiring sights - a total solar eclipse. This path, where the moon will completely cover the sun and the sun's tenuous atmosphere — the corona — can be seen, will stretch from Lincoln Beach, Oregon to Charleston, South Carolina. Observers outside this path will still see a partial solar eclipse where the moon covers part of the sun's disk.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X