For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারি থেকে জামিন, সুদীপ মামলার টাইমলাইন একনজরে

রোজভ্যালি কাণ্ডে অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখে নেওয়া যাক সুদীপের এই মামলায় টাইমলাইন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

রোজভ্যালি কাণ্ডে সাড়ে চারমাস জেলবন্দি থাকার পরে অবশেষে ওড়িশা আদালতে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বকে দূরে সরিয়ে রেখে অসুস্থতা বিচার করে সুদীপকে ব্যক্তিগত ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। রোজভ্যালি কাণ্ডে নাম জড়ানো থেকে শুরু করে গ্রেফতার ও তারপরে জামিন, দেখে নেওয়া যাক সুদীপের এই মামলায় টাইমলাইন একনজরে।

রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারি থেকে জামিন, সুদীপ মামলার টাইমলাইন একনজরে

সুদীপ মামলার টাইমলাইন

  • গত ৩ জানুয়ারি রোজভ্যালি কাণ্ডে জেরার জন্য ডেকে পাঠানো হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
  • জেরায় বয়ানে অসঙ্গতি থাকায় সুদীপকে সেদিনই গ্রেফতার করে সিবিআই। ঘটনার পরপরই গোটা কলকাতা জুড়ে অচলাবস্থা তৈরি হয়। তৃণমূল সমর্থকেরা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন।
  • এই প্রতিবাদ বেশ কয়েকদিন রাজ্যজুড়ে চলে। এমনকী রাজধানী দিল্লিতে সংসদভবনেও সুদীপের গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখান। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিবাদে সরব হয়ে ওঠে।
  • সুদীপকে গ্রেফতারির পরই ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে গিয়েছিল সিবিআই। সেখানেই মূল মামলাটি হয়েছে। সেখানেই সুদীপের বিচার চলছিল।
  • প্রথমে কয়েকদিন জেলবন্দি থাকার পরই সুদীপ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই এতদিন ভর্তি ছিলেন।
  • তাঁর হাসপাতাল জীবন নিয়ে সিবিআই আদালতে সরব হয়। কোনও বড় সমস্যা ছাড়াই জেলবন্দি অবস্থা এড়াতে সুদীপ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে সিবিআই আদালতে দাবি করে জামিনের বিরোধিতা করে।
  • এই ঘটনার পর বেশ কয়েকমাস কেটে যাওয়ার পরে গত এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশায় গিয়ে নিজে সুদীপের সঙ্গে দেখা করে আসেন। পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরে পুজোও দেন।
  • এই ঘটনার পর একবার সুদীপের জামিনের আবেদন নাকচ হয়ে গেলেও এবার অসুস্থতার কারণেই জামিন পেলেন তৃণমূল সাংসদ।
  • শুক্রবার সুদীপের মামলা ফের আদালতে উঠলে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। শারীরিক অবস্থা বিচার করে সুদীপকে জামিন দেওয়া হয়।
  • আগামিকাল অর্থাৎ শনিবার সুদীপ মুক্ত হতে পারেন বলে খবর।
  • তবে সুদীপকে কতগুলি শর্ত দিয়েছে আদালত। তা মানতেই হবে। প্রথমত, পাসপোর্ট জমা রাখতে হবে। দ্বিতীয়ত, কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না সুদীপ। সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

{promotion-urls}

English summary
Rose Valley scam : From an accused to getting bail, Sudip Bandyopadhyay timeline at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X