For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রসেনজিতের 'শঙ্খচিল'-এর উৎপাতে টাকী গ্রামীণ হাসপাতালে ব্যাহত পরিষেবা

  • |
Google Oneindia Bengali News

টাকী, ১৫ মার্চ : প্রসেনজিতের 'শঙ্খচিল'-এর উৎপাতে বিশৃঙ্খল অবস্থা টাকী গ্রামীণ হাসপাতালে। ভিতরে ঢুকতে পারছেন না রোগীর আত্মীয়রা। ফলে সকালের দিকে শিকেয় ওঠে রোগীদের জন্য বহাল স্বাস্থ্যব্যবস্থা।

আসলে ঘটনা হল, আজ থেকে টাকীর গ্রামীণ হাসপাতালে প্রসেনজিতের আগামী চলচ্চিত্র 'শঙ্খচিল'-এর শুটিং শুরু হয়েছে। টানা তিনদিন তা চলবে। অভিযোগ, ফলে সকাল থেকেই শুটিংয়ের তাণ্ডবে হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়রা বিপদে পড়েন। হাসপাতালের বাইরে অসম্ভব ভিড়ের ঠেলায় তাঁরা ভিতরে ঢুকতে পারেননি। চিকিৎসকরাও নির্বিবাদে রোগী দেখতে পারেননি। ফলে দূরদুরান্তের নানা জায়গা থেকে অসুস্থ রোগীদের নিয়ে এসে মাথায় হাত পড়েছে বহু মানুষের।

প্রসেনজিতের 'শঙ্খচিল'-এর উৎপাতে টাকী গ্রামীণ হাসপাতালে ব্যাহত পরিষেবা


ঘটনার প্রতিবাদে রোগীর আত্মীয়রা সরব হলেও স্থানীয় প্রশাসনের থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। জটলার মধ্যে দাঁড়িয়ে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ।

একটা হাসপাতালে যেখানে জরুরি পরিষেবা দেওয়া হয় সেখানে শুটিংয়ের জন্য কীভাবে পাওয়া গেল অনুমতি? জানা গিয়েছে, আজ রবিবার আউটডোর বন্ধ থাকে। সেইজন্যই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। প্রোডাকশনের দলকে এব্যপারে জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন, তাদের কাছে জেলাশাসকের অনুমতিপত্র রয়েছে। তবে সাংবাদিকদের তা দেখাতে অস্বীকার করেন তাঁরা। যদিও রোগীদের অসুবিধা করে কিছু করা হবে না বলে ইউনিটের তরফে জানানো হয়েছে। তবে আগামিকাল আউটডোর খুললে কী অবস্থা হয় সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে গৌতম ঘোষের ছবি 'শঙ্খচিল'। প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশি নায়িকা কুসুম শিকদার। এই মাস থেকেই ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছে।

English summary
Prasenjit's film 'Sankhachil' shoots at Taki hospital, health service disrupted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X