For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই একটিমাত্র তথ্যই বোঝাবে বাংলায় আইনশৃঙ্খলার কেন দিনদিন অবনতি হচ্ছে!

ন্যূনতম পরিকাঠামো না থাকলে আইনের রক্ষা কীভাবে করবে পুলিশ? সারা দেশে যা পরিকাঠামো তাতে পুলিশের প্রাণ বাঁচিয়ে কাজ করাই আসল চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : সারা দেশে ক্রমান্বয়ে বেড়ে চলেছে অপরাধের ঘটনা। তা নিয়ে পুলিশকে নিরন্তর গালমন্দ করে চলেছি আমরা। পুলিশের একটা অংশ যে দুর্নীতিগ্রস্ত ও অপরাধমূলক কাজের ভাগীদার তা সকলেই জানেন, তবে পাশাপাশি কর্তব্যপরায়ণ পুলিশ আধিকারিকের সংখ্যাও নেহাত কম নয়।

তবে কর্তব্য দেখাতে গেলে শুধু মনের জোর দিয়ে হয় না। সরকারি কাজে সরকারের সাহায্যও সমানমাত্রায় প্রয়োজন হয়। ন্যূনতম পরিকাঠামো না থাকলে আইনের রক্ষা কীভাবে করবে পুলিশ?

এই একটি তথ্যই বোঝাবে বাংলায় আইনশৃঙ্খলার কেন দিনদিন অবনতি!

তথ্য বলছে, কোনও পুলিশ স্টেশনের গাড়ি নেই তো কোথাও ওয়াকিটকি বা টেলিফোনের ঘাটতি রয়েছে। সারা দেশে মোট ১৮৮টি পুলিশ স্টেশনে একটি করে গাড়িও নেই। ৪০২টি পুলিশ স্টেশনে টেলিফোন নেই। ১৩৪টি পুলিশ স্টেশনে কথা বলার জন্য কোনও ওয়্যারলেস সেট নেই। এছাড়া ৬৫টি এমন থানা রয়েছে সেখানে ওয়্যারলেস সেট ও টেলিফোন কোনওকিছুই নেই।

এই তথ্য জানিয়েছে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলেপমেন্ট (বিপিআর অ্যান্ড ডি)। সারা দেশে মোট ১৫,৫৫৫টি পুলিশ স্টেশনের মধ্যে এতগুলি থানা অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বলে জানা গিয়েছে।

রিপোর্টে বলে হয়েছে, উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের ৪৩টি পুলিশ স্টেশনে ফোন ও ওয়্যারলেস সেট নেই। সারা দেশে এইক্ষেত্রে মণিপুর শীর্ষে রয়েছে। এদিকে ছত্তিশগড়ও কিছু কম যায় না। সেরাজ্যে ১৬১টি পুলিশ স্টেশনে কোনও গাড়ি নেই। মধ্যপ্রদেশে যেমন ১১১টি থানায় টেলিফোন নেই। এরপর রয়েছে মেঘালয় ও মণিপুর। দুটি রাজ্যেই ৬৭টি থানায় টেলিফোন নেই।

দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের ৫১টি পুলিশ স্টেশনে টেলিফোন নেই। এছাড়া ১৭টি পুলিশ স্টেশন এমন রয়েছে যেখানে কথা বলার জন্য ওয়্যারলেস সেট নেই। দেশের মোট পুলিশ স্টেশনের মধ্যে ১০ হাজার ১৪টি থানা গ্রামীণ এলাকায়, ৫ হাজার ২৫টি থানা শহর এলাকায়। বাকী পাঁচশোর বেশি থানা রেলের অধীনে।

পুলিশের সমস্যার এখানেই শেষ নয়। রিপোর্ট বলছে, সারা দেশে মোট ২২ লক্ষ ৮০ হাজার ৬৯১ জন পুলিশ আধিকারিক রয়েছেন। এর মধ্যে মাত্র ৫ লক্ষ ৫৬ হাজার ৫৩৯জন পুলিশ আধিকারিক নিজেদের জন্য কোয়ার্টার পেয়েছেন। বাকীদের সেই সুবিধাটুকুও নেই।

শুধু তাই নয়, পুলিশ আধিকারিকদের যে প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হয় তা জানিয়েছে এই রিপোর্ট। বলা হয়েছে, ৭২৯জন প্রতি একজন করে পুলিশ আধিকারিক রয়েছেন এদেশে। দেশে যেখানে অপরাধের ক্ষেত্রে এতধরনের চ্যালেঞ্জ রয়েছে সেখানে এত কম পুলিশে কীকরে নিরাপত্তা দেওয়া সম্ভব?

আর রাজ্যের ক্ষেত্রে বলতে গেলে পশ্চিমবঙ্গের কথা না বললেই নয়। নিরাপত্তাজনিত সমস্যা তো রয়েইছে, তবে যারা নিরাপত্তা দেবে তাদের অবস্থা একইরকম শোচনীয়। রিপোর্ট বলছে, এরাজ্যে ১১০০ জন প্রতি মাত্র ১ জন পুলিশকর্মী নিয়োজিত রয়েছেন। একই অবস্থা দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দাদরা ও নগর হাভেলির।

English summary
Not even a phone in over 400 police stations in India. The problem is particularly acute in Andhra Pradesh, Bihar, Uttar Pradesh, West Bengal, Dadar & Nagar Haveli and Delhi where there is one policeman for 1,100 people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X