For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে, জানাল সমীক্ষা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কন্যা ভ্রুণ হত্যা নিয়ে ভারতে নানা সময়ে নানা আলোচনা, প্রচার ইত্যাদি হয়ে থাকে। সরকারি তরফে সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস হয়ে থাকে বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে। এমন ঘৃণ্য অপরাধ যারা ঘটান তাদের কঠোর শাস্তির বিধানও রয়েছে ভারতীয় আইনে। তবে আইনের পরোয়া না করেই চলছে কন্যা ভ্রুণ হত্যা। [যৌন দাসত্বের কারবারে ভারতের ভরকেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ]

তবে সাম্প্রতিক যে সমীক্ষা রিপোর্ট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, শুধু কন্যা ভ্রুণই নয়, পুত্র ভ্রুণ হত্যাও হুহু করে বাড়ছে ভারতে। আর এক্ষেত্রে মেয়েদের ছাপিয়ে পুত্র ভ্রুণ হত্যাই সবচেয়ে বেশি হচ্ছে বলে সাম্প্রতিকতম রিপোর্টে উঠে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০১৪ সালের তথ্য বলছে, এর মধ্যে বেশিরভাগ ঘটনাই লোকচক্ষুর অন্তরালে থেকে গিয়েছে। [ভারতের এই গ্রামের সকলে এখনও কথা বলেন সংষ্কৃত ভাষায়!]

কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে!

২০১৪ সালে ৫৩টি পুত্র ভ্রুণ হত্যার ঘটনা সামনে এসেছে। অন্যদিকে ৫০টি কন্যা ভ্রুণ হত্যার ঘটনা সকলে জেনেছে। এছাড়া ৪টি তৃতীয় লিঙ্গের ভ্রুণ হত্যার খবর সামনে এসেছে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, যতটুকু খবর সামনে এসেছে, পরিস্থিতি তার চেয়ে অনেক জটিল। বেশিরভাগ ক্ষেত্রেই এমন ধরনের ঘটনার খবর সামনে আসে না। ফলে আসল পরিস্থিতির তল খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। [বায়ুদূষণের ফলে প্রতিবছর ভারতে প্রাণ হারান ৫ লক্ষ মানুষ!]

দু'দশক আগে ১৯৯৬ সালে লিঙ্গ নির্ধারণ ব্যবস্থাকে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। এতদিনে ৩৫০ জনকে এই সংক্রান্ত অপরাধে সাজাও দেওয়া হয়েছে। গত ৫ অগাস্ট প্রশ্নোত্তর পর্বে লোকসভায় পেশ করা একটি তথ্যে এমনটি জানা গিয়েছে। ['গ্রামীণ ভারত নিমজ্জিত অপুষ্টিতে', ভয়াবহ তথ্য পেশ জাতীয় পুষ্টি পর্যবেক্ষণ ব্যুরোর]

কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে!

এমনিতে ভারতে লিঙ্গের হার অনুযায়ী মেয়েরা অনেকটাই পিছিয়ে। সদ্যজাত থেকে ৬ বছর বয়সী পর্যন্ত বয়সের প্রতি ১ হাজার শিশুপুত্রের হারে ১৯৯১ সালে যেখানে শিশুকন্যার হার ছিল ৯৩৫, তা ২০১১ সালে এসে কমে দাঁড়িয়েছে প্রতি হাজার শিশুপুত্রে ৯১৮ শিশুকন্যা।

কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে!

সরকারি তথ্য বলছে, প্রতি ১.২ কোটি শিশুকন্যার মধ্যে অন্তত ১০ লক্ষ শিশুকন্যার বয়স জন্মের পর একবছর স্থায়ী হয় না। তার আগেই তাদের মৃত্যু হয়। দুধের শিশুকন্যাদের নামমাত্র টাকায় বেচে দেওয়া হয়। এছাড়া কিশোরীদের নিয়ে যৌনচক্র চালানো হয় অথবা যৌনদাসত্বের কারবারে ঠেলে দেওয়া হয়।

কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে!

এইএমসের রিপোর্ট বলছে, ১৯৯৬ থেকে ২০১২ সালের মধ্যে দক্ষিণ দিল্লিতেই শুধু ২৩৮টি ভ্রুণ হত্যা হয়। এর মধ্যে ১১৫টি পুত্র ও ১১০টি কন্যাভ্রুণ ছিল। বাকী ১৩টি নিশ্চিত নয়।

ভারতের রাজ্যগুলির মধ্যে ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশে ৩০টি, রাজস্থানে ২৪টি, উত্তরপ্রদেশে ১১টি, পাঞ্জাবে ১০টি ও মহারাষ্ট্রে ৭টি ভ্রুণ হত্যার খবর সামনে এসেছে। তবে কোন রাজ্যে লিঙ্গভেদে কত ভ্রুণ হত্যা হয়েছে তা এনসিআরবির তরফে স্পষ্ট করে বলা হয়নি।

English summary
More Male Foeticides Than Female in India: Govt. Data Indicate Vast Under-reporting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X