For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সেরা ১০ কলেজ, বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ, বাংলার কোন প্রতিষ্ঠান রয়েছে? দেখে নিন

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে প্রথম দশের তালিকা এখানে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে তরফে দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে প্রথম দশের তালিকা এখানে দেওয়া হল।

প্রায় সবকটি তালিকাতেই দিল্লির কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির রমরমা রয়েছে। ছাত্র বিক্ষোভ নিয়ে গত এক-দেড় বছর ধরে বারবার উত্তপ্ত হয়েছে রাজধানীর ছাত্র রাজনীতি। তা সত্ত্বেও পড়াশোনা ও মেধায় কোনও খামতি নেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের। এমনকী পিছিয়ে নেই আইআইটি দিল্লি অথবা দিল্লি বিশ্ববিদ্যালয়ও। এদিকে বাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোনগুলি জায়গা পেয়েছে প্রথম দশে? সবমিলিয়ে দেখে নেওয়া যাক তালিকা।

সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠান

সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠান

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোর

২) আইআইটি, মাদ্রাজ

৩) আইআইটি, বম্বে

৪) আইআইটি, খড়্গপুর

৫) আইআইটি, দিল্লি

৬) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি

৭) আইআইটি, কানপুর

৮) আইআইটি, গুয়াহাটি

৯) আইআইটি রুরকি

১০) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

সেরা দশ বিশ্ববিদ্যালয়

সেরা দশ বিশ্ববিদ্যালয়

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোর

২) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি

৩) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

৪) জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ

৫) যাদবপুর বিশ্ববিদ্যালয়

৬) আন্না বিশ্ববিদ্যালয়

৭) হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়

৮) দিল্লি বিশ্ববিদ্যালয়

৯) অমৃত বিশ্ব বিদ্যাপীঠম

১০) সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয়

সেরা দশ কলেজ

সেরা দশ কলেজ

১) মিরান্ড হাউস, নয়াদিল্লি

২) লোয়োলা কলেজ, চেন্নাই

৩) শ্রীরাম কলেজ অব কমার্স, নয়াদিল্লি

৪) বিশপ হার্বার কলেজ, তিরুচি

৫) আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নয়াদিল্লি

৬) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা

৭) লেডি শ্রীরাম কলেজ অব উইমেন, নয়াদিল্লি

৮) দয়াল সিং কলেজ, নয়াদিল্লি

৯) দিনদয়াল উপাধ্যায় কলেজ, নয়াদিল্লি

১০) দ্য উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, চেন্নাই

সেরা দশ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান

সেরা দশ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান

১) আইআইএম, আহমেদাবাদ

২) আইআইএম, ব্যাঙ্গালোর

৩) আইআইএম, কলকাতা

৪) আইআইএম, লখনৌ

৫) আইআইএম, কোঝিকোড়

৬) আইআইটি, দিল্লি

৭) আইআইটি, খড়্গপুর

৮) আইআইটি, রুরকি

৯) জেভিয়ার লেবার রিলেশনস ইনস্টিটিউট

১০) আইআইএম, ইন্দোর

সেরা দশ ইঞ্জিনিয়ারিং কলেজ

সেরা দশ ইঞ্জিনিয়ারিং কলেজ

১) আইআইটি, মাদ্রাজ

২) আইআইটি, বম্বে

৩) আইআইটি, খড়্গপুর

৪) আইআইটি, দিল্লি

৫) আইআইটি, কানপুর

৬) আইআইটি, রুরকি

৭) আইআইটি, গুয়াহাটি

৮) আন্না বিশ্ববিদ্যালয়

৯) যাদবপুর বিশ্ববিদ্যালয়

১০) আইআইটি, হায়দ্রাবাদ

English summary
List of top 10 Colleges, Universities, institutions list at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X