For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র

ইতিমধ্যেই দেশের ৫৬ টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রাজ্যের ৪ টি পোস্ট অফিসে খোলা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র।

Google Oneindia Bengali News

দেশের পোস্ট অফিস গুলিতে পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত অনেকদিন আগেই নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেশের ৫৬ টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

দেশের এই ৫৬ টি পাসপোর্ট সেবা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গের ৪ পোস্ট অফিসে গড়ে তোলা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। তার মধ্যে একটি কেন্দ্র কিছুদিন আগেই আসানসোলের হেড পোস্ট অফিসে উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় নগোরন্নয় মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের পাসপোর্ট সেবা কেন্দ্র গুলির তালিকা ।

জেনে নিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র

বহরমপুর
মুর্শিদাবাদের বহরমপুরের রাধিকা নগরে রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র। এলাকার অমিতা অটোবোমবাইল বিল্ডিং-এ রয়েছে এই পাসপোর্ট কেন্দ্রটি। যোগাযোগ- 03482274324।

কলকাতা
কলকাতার কসবার আনন্দপুরে ইস্টার্ন বাইপাসে রয়েছে একটি পাসপোর্ট সেবা কেন্দ্র। যোগাযোগের নম্বর - 033-24430018

এছাড়াও পশ্চিমবঙ্গের যে কটি জায়গায় পোস্ট অফিস গুলিতে পোসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেগুলির তালিকা রইল নিচে।

বিডন স্ট্রিট, কলকাতা

কলকাতার শোভাবাজারের বিডনস্ট্রিট পোস্ট অফিসে গড়ে তোলা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। এই পোস্ট অফিসের ঠিকানা- অভেদানন্দ রোড, আজাদহিন্দ বাগ, শোভাবাজার ,কলকাতা -৭০০০০৬। যোগাযোগ নম্বর- 033 2219 7020

আসানসোল
ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে আসানসোলের হেড পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও তা পাসপোর্ট ক্যাম্প হিসাবে উদ্বোধন করা হয়। বর্ধমানের আসানসোলের হেড পোস্ট অফিসের পিন কোড ৭১৩৩০১। যোগাযোগের নম্বর -0341 230 5037 /0341-2303661
টোল ফ্রি নম্বর-1800112011।

কৃষ্ণনগর
নদিয়ার কৃষ্ণনগরে হেড পোস্ট অফিসেও খোলা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্রে। উত্তর নদিয়ার ৭৪১১০১ পিনকোডের অন্তর্গত এলাকায় অবস্থিত এই পোস্ট অফিসটি। যোগাযোগের নম্বর -03472 252 812।

রায়গঞ্জ
উত্তর দিনাজনপুরের রায়গঞ্জের মুখ্য ডাকঘরকে বেছে নেওয়া হয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্রের পরিষেবার জন্য। খুব শিগিগিরিই এখানে পরিষেবার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। যোগাযোগ নম্বর- 03523 241 486।

English summary
With a view to provide passport services to the public through the Post Offices across the country, Ministry of External Affairs in collaboration with Department of Posts has decided to open Post Office Passport Seva Kendras (POPSK).In West Bengal, four Post Office Passport Seva Kendras will be opened. These are Krishnanagar Head Post Office, Raiganj Mukhya Dak Ghar and Beadon Street MukhyaDakGhar, and Asansol Head Post Office is already inaugurated.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X