For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার পেটিএম, মোবিকুউক, ফ্রিচার্জ-সহ অন্যান্য ই-ওয়ালেট কি সুরক্ষিত?

নোট বাতিলের পর থেকে ই-ওয়ালেটের দিকে সাধারণ মানুষের ঝোঁক বেড়েছে অনেকটাই। বাজারে একাধিক ই-ওয়ালেট চালু রয়েছে।

Google Oneindia Bengali News

নোট বাতিলের পর থেকে ই-ওয়ালেটের দিকে সাধারণ মানুষের ঝোঁক বেড়েছে অনেকটাই। বাজারে একাধিক ই-ওয়ালেট চালু রয়েছে।

ই-ওয়ালেটের একাধিক সুবিধা রয়েছে। যদিও ডিজিটাল ওয়ালেট নিয়ে বেশ কিছু ভুল ধারণাও রয়েছে মানুষের মনে। মূলত এই ধরণের ই-ওয়ালেটে কতটা নিরাপদ তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তাই সেক্ষেত্রে ভয়টাও কাজ করে বেশি। তবে, এক্ষেত্রে বলে রাখা ভাল মাত্র কয়েকটি জিনিস মাথায় রাখলেই আপনার ই-ওয়ালেট কিন্তু নিরাপদ থাকবে।

আপনার ই-ওয়ালেট সুরক্ষিত না থাকার কয়েকটি কারণ দেওয়া হল এখানে।

পাসওয়ার্ড

পাসওয়ার্ড

হ্যাকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র হল পাসওয়ার্ড। পাসওয়ার্ড সেট করার আগে সবসময় মাথায় রাখুন তা যেন কঠিন হয় এবং সহজভেদ্য না হয়। নিজের ফোন, ট্যাবলেট বা অন্য কোনও যন্ত্রে ই-ওয়ালেট ডাউনলোড করার আগে 'স্ট্রং পাসওয়ার্ড' যেন সক্রিয় করা থাকে। এই যন্ত্রগুলিতে মজুত নিরাপত্তার অতিরিক্ত স্তর ব্যবহার করার চেষ্টা করুন।

পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না

পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না

সবসময় চেষ্টা করুন সুরক্ষিত নিরাপদ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে। সবসময় বিশ্বস্ত নেটওয়ার্কের সঙ্গে আপনার ফোন বা ট্যাবলেটকে কানেক্ট করুন। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক থেকে যথাসম্ভব দুরে থাকুন। 'WPA'বা 'WPA2'ওয়াইফাই কানেকশন অনেক বেশি নিরাপদ, কারণ এই ধরণের নেটওয়ার্ক পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত হয়।

বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করুন ই-ওয়ালেট

বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করুন ই-ওয়ালেট

সবসময় জনপ্রিয় এবং নামী সাইটের ই-ওয়ালেট ডাউনলোড করুন। গ্রাহকরা কেমন রেটিং রিভিউ দিয়েছেন সেদিকেও নজর রাখুন।

লগ ইন তথ্য সঙ্গে রাখবেন না

লগ ইন তথ্য সঙ্গে রাখবেন না

ফোনে ড্রাফ্ট বা চ্যাটে আপনার ই-ওয়ালেটের লগ ইন করার গুরুত্বপূর্ণ তথ্যগুলি কখনওই রাখবেন না। এই ধরনের ফাইল বা চ্যাটও হ্যাক হতে পারে। অবৈধ অ্যাক্সেসের সমস্যা এড়াতে ডিজিটাল ওয়ালেটের জন্য ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন।

নোটিফিকেশন বা অ্যালার্ট

নোটিফিকেশন বা অ্যালার্ট

এসএমএস বা ইমেলের সাহায্যে প্রত্যেক লেনদেনের নোটিফিকেশন অ্যালার্ট সক্রিয় রাখুন। এর ফলে কখনও আপনার অ্যাকাউন্ট থেকে কোনও রকমের লেনদেন হলে আপনার কাছে যেন তার সম্পূর্ণ রেকর্ড থাকে। বা লেনদেন ট্র্যাক করতেও সুবিধা হয়।

English summary
Is Your Paytm, MobiKwik, FreeCharge, And Other Wallets Safe?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X