For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এইচ-ওয়ান বি ভিসা বিতর্কের মধ্যেও আবেদনের হিড়িক, ভিসা আবেদনকারীর শীর্ষে ভারতই

মার্কিন অর্থবর্ষের প্রথম ৯ মাসেই যত এইচ ওয়ান বি ভিসার আবেদন জমা পড়েছে, তারমধ্যে সবার ওপরে রয়েছে ভারত।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মার্কিন অর্থবর্ষের প্রথম ৯ মাসেই যত এইচ ওয়ান বি ভিসার আবেদন জমা পড়েছে, তারমধ্যে সবার ওপরে রয়েছে ভারত। এইচ ওয়ান বি ভিসা নিয়ে বিতর্কের মধ্যেই শুধুমাত্র ভারত থেকেই ২.৪৭ লক্ষ আবেদন জমা পড়েছে ৩০ জুন পর্যন্ত। দ্বিতীয় স্থানেই রয়েছে চিন। ভারতের থেকে কম হলেও এইচ ওয়ান বি ভিসা আবেদনের ক্ষেত্রে গত দশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চিন। তৃতীয় স্থানে রয়েছে কানাডা।

[আরও পড়ুন:মধ্যপ্রাচ্যের এইদেশে যেতে আর ভিসা লাগবে না ভারতীয়দের][আরও পড়ুন:মধ্যপ্রাচ্যের এইদেশে যেতে আর ভিসা লাগবে না ভারতীয়দের]

এইচ-ওয়ান বি ভিসা বিতর্কের মধ্যেও আবেদনের হিড়িক, ভিসা আবেদনকারীর শীর্ষে ভারতই

জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত ৩.৩৬ লক্ষ এইচওয়ান বি ভিসার আবেদন পেয়েছে আমেরিকা। ইতিমধ্যেই ১.৯৭ লক্ষ আবেদন মঞ্জুরও হয়েছে। অবশ্য কোন দেশের নাগরিকরদের ক্ষেত্রে কীসের ভিত্তিতে আবেদন মঞ্জুর হয়েছে তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত বহু আবেদন নিয়েই কোনও সিদ্ধান্ত হয়নি। ভারতে ক্ষেত্রে বেশিরভাগ ভিসা আবেদনই অবশ্য তথ্য-প্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট, টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মত সংস্থার কর্মীদের পক্ষ থেকে।

এইচ-ওয়ান বি ভিসা বিতর্কের মধ্যেও আবেদনের হিড়িক, ভিসা আবেদনকারীর শীর্ষে ভারতই

এইচ ওয়ান বি ভিসার আবেদনের নিরিখে ভারত এগিয়ে থাকলেও গত মার্কিন অর্থবর্ষের তুলনায় আবেদনের সংখ্যা কিন্তু কমেছে। ২০১৫- ১৬ অর্থবর্ষে ভারতের এইচ ওয়ান বি ভিসা আবেদন মঞ্জুর হয়েছিল ২.৫৪ লক্ষ। সেই জায়গায় এবার ২.৪৭ লক্ষ আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে মাত্র ৯ মাসেই। উল্লেখ্য, মার্কিন অর্থবর্ষ ১লা অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হয় ৩০শে সেপ্টেম্বর ।

বারাক ওবামার পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই এইচ ওয়ান বি ভিসা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। এইচ ওয়ান বি ভিসা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বেশ কড়া কয়েকটি পদক্ষেপ নেওয়ায় সেদেশে গিয়ে কাজ করা অনিশ্চিত হয়ে পড়ে ভারতীয়দের কাছেও। কিন্তু মার্কিন সফরে গিয়ে এবিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করে কিছুটা নমনীয় হওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
India continues to be at top positions in terms of H-1B visa application in first 9 months of US fiscal year,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X