For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে সম্ভব ক্যাশলেস ইকোনমি? ডাউনলোড স্পিডে নেপালেরও পিছনে ভারত!

সারা বিশ্বে ইন্টারনেটের ডাউনলোড স্পিডে ৯৬ নম্বরে রয়েছে ভারত। এভাবে ক্যাশলেস ইকোনমি বা নগদহীন অর্থনৈতিক ব্যবস্থাকে কি আদৌও গড়ে তোলা সম্ভব? ইন্টারনেট স্পিড হোক অথবা সাইবার নিরাপত্তা

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

এভাবে ক্যাশলেস ইকোনমি বা নগদহীন অর্থনৈতিক ব্যবস্থাকে কি আদৌও গড়ে তোলা সম্ভব? সারা দেশে ক্যাশলেস ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। অথচ ইন্টারনেট স্পিড হোক অথবা সাইবার নিরাপত্তা, দুটোতেই ভারত পৃথিবীর বাকী দেশগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে।

এমন ব্যবস্থা তখনই সম্ভব যখন দেশের সর্বত্র ইন্টারনেট ব্যবস্থার মান ভালো হবে। যদিও বিশ্বের সাইবার মানচিত্রে ভারত ইন্টারনেটের দুনিয়ায় অনেকটাই পিছিয়ে রয়েছে এখনও। ফলে ডিজিটাল লেনদেন বড় ধাক্কা খেতে পারে।

কীভাবে সম্ভব ক্যাশলেস ইকোনমি? ডাউনলোড স্পিডে নেপালেরও পিছনে ভারত!

জানা গিয়েছে, সারা বিশ্বে ইন্টারনেটের ডাউনলোড স্পিডে ৯৬ নম্বরে রয়েছে ভারত। আর ইন্টারনেটের সহজলভ্যতার হিসাবে আরও নেমে আমাদের স্থান হয়েছে ১০৫ নম্বরে। এর পাশাপাশি সাইবার নিরাপত্তার দিকটিও যত দিন যাচ্ছে, তত পিছনের দিকে হাঁটছি আমরা।

ডাউনলোড স্পিডে ভারত পিছিয়ে রয়েছে বাংলাদেশ ও নেপালের থেকেও। সাইবার আক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে একেবারে প্রথমে রয়েছে ভারতের নাম। জানা গিয়েছে, ভারতের গড় ইন্টারনেট স্পিড ৪.১ এমবিপিএস।

বিশেষজ্ঞরা ভারতে বেড়ে চলা সাইবার অপরাধ নিয়ে বেশ চিন্তিত, কারণ সাইবার অপরাধে ভারতে শাস্তির হার প্রায় শূন্য। আর এখানেই বিশেষজ্ঞদের ভয়, ভারত আগামিদিনে অনলাইন লেনদেন শুরু করলে হ্যাকিং, ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো ঘটনা আরও ঘটবে।

বলা হচ্ছে, যেহেতু ভারত নগদহীন অর্থনীতির দিকে এগোতে চাইছে সেজন্য সবার আগে পরিকাঠামো তৈরি করে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কারণ সাইবার অপরাধের ক্ষেত্রে বিশ্বের মধ্যে প্রথম ৬ দেশের মধ্যে একটি ভারত। এবং গত বছরের তুলনায় এবছর সাইবার অপরাধের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

ভারতের চেয়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিতে শ্রীলঙ্কা, চিন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশ ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে। ফলে বিশেষজ্ঞরা ডিজিটাল লেনদেনকে সমর্থন করলেও প্রযুক্তির দুর্বল পরিকাঠামো ও সার্বিক শিক্ষার খারাপ মানের ফলে আশঙ্কায় ভুগছেন। ফলে সেখান থেকে বেরিয়ে নগদহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা বাস্তব নাকি বিলাসিতা সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে আগামিদিনে।

English summary
A cashless economy is possible only when a country has high internet speeds and high cyber security. While in download speed India is behind even Bangladesh and Nepal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X