For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপ থেকে আপনার ব্যক্তিগত তথ্য ফেসবুকে ফাঁস হওয়া আটকান এই উপায়ে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

এবার আপনার ফোন নম্বর সহ নানা তথ্য ফেসবুকে শেয়ার করতে চলেছে হোয়াটসঅ্যাপ। টার্গেট করা অডিয়েন্সের বিজ্ঞাপন পাওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। যদিও সেই বিজ্ঞাপন আপনি হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন না। তবে হোয়াটসঅ্যাপে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ও ফেসবুকের বন্ধুদের শেয়ার করা সাজেশন ও বিজ্ঞাপন দেখতে পাবেন। [ফেসবুকে প্রতারণা বোঝার সহজ উপায়]

যদিও কারও ব্যক্তিগত অনুমতি ছাড়া কোনও তথ্য প্রকাশ করা হবে না বলেই দাবি করা হয়েছে। কিন্তু তাও আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই যদি আপনার অসুবিধা মনে হয়, আপনি যদি মনে করেন, আপনার হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে দেবেন না, তাহলে তা আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন। [ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়]

হোয়াটসঅ্যাপ থেকে আপনার তথ্য ফেসবুকে ফাঁস আটকান এইভাবে

মেসেজিং অ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ডেটা শেয়ারিং আপনি বন্ধ করতে পারবেন। তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আপনার কোনও তথ্য ফেসবুকে যাবে না। কীভাবে আপনি নিজের গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুকে যাওয়া আটকাবেন তা জেনে নিন একনজরে। [হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন সহজ পদ্ধতি]

হোয়াটসঅ্যাপের আপডেটেড টার্মস অব সার্ভিসে রাজি হবেন না। হোয়াটসঅ্যাপে এই নিয়ে আপনার কাছে নোটিফিকেশন আসবে। যখনই আপনি অ্যাপটি খুলবেন, যে পেজটি খুলবে তাতে ফের আপনার মতামত চাওয়া হবে। তখন আপনি যেটা করবেন তা হল :
১. Read লেখাতে আঙুল চাপুন।
২. Uncheck (Share my WhatsApp account information with Facebook)

এবার যদি মনে করুন, আপনি ইতিমধ্যে আপনার ডেটা শেয়ার করার বোতাম টিপে নিজের অজান্তে রাজি হয়ে গিয়েছেন তাহলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেটা করবেন তা হল, হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে সেখান থেকে অ্যাকাউন্টে যাবেন। সেখানে শেয়ার অ্যাকাউন্ট ইনফোটিতে Uncheck করলেই হবে। [টুইটার সম্পর্কে এই মজাদার তথ্যগুলি অবশ্যই জেনে রাখুন]

তাহলেই হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে আপনার তথ্য শেয়ার হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। যদি কেউ এখুনি নিজের মোবাইলে এই স্টেপগুলি খুঁজে না পান, তাহলে চিন্তা নেই। খুব তাড়াতাড়িই তা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে।

English summary
How to Stop WhatsApp From Sharing Your Details With Facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X