For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুহুর্তের অসাবধানতায় হোয়াটস অ্যাপের মেসেজ মুছে ফেলেছেন, কী ভাবে পুনরুদ্ধার জেনে নিন

ভুল করে হোয়াটস অ্যাপের কোনও গুরুত্বপূর্ণ মেসেজ যদি মুছে ফেলেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। বেশ কয়েকটি ধাপ পেরোলেই মেসেজ পুনরুদ্ধার করা যাবে

  • |
Google Oneindia Bengali News

বর্তমান সময়ে মোবাইলই যোগাযোগের প্রধান মাধ্যম। আর এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হোয়াটসঅ্যাপ। বিনে পয়সায় মেসেজ কিংবা ছবি। সবই চলছে হোয়াটস অ্যাপের মাধ্যমে। কিন্তু ভুল করে কোনও গুরুত্বপূর্ণ মেসেজ আপনি যদি মুছে ফেলেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। নিম্নলিখিত ধাপগুলি পেরোলেই আপনি ফের মেসেজ পুনরুদ্ধার করতে পারবেন।

মুহুর্তের অসাবধানতায় হোয়াটস অ্যাপের মেসেজ মুছে ফেলেছেন, কী ভাবে পুনরুদ্ধার জেনে নিন

১) মোবাইলটি ইউএসবি কেবলের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন

২) whatsapp/Databases ফোল্ডারে যান

৩) সেখানে ২টি ফাইল রয়েছে। একটি msgstore-yyyy..dd..db.crypt এবং msgstore-db.crypt

৪) msgstore-yyyy..dd..db.crypt ফাইলেই শেষ ৭ দিনের পাওয়া কিংবা পাঠানো, যাবতীয় মেসেজ পাবেন

৫) ওই ফাইলটিকেই নোটপ্যাড কিংবা ওয়ার্ডপ্যাডের মাধ্যমে খুলে দেখুন এবং পড়ুন

হোয়াটসঅ্যাপ নিয়ে আপনার সমস্য়ার সমাধান আপাতত হয়ে যাবে।

English summary
How to retrive deleted messages from whatsapp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X