For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধারের ডিজিটাল সইয়ের মাধ্যমে কীভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি কর কর বিভাগ সাধারণ মানুষের জন্য নতুন একটি পরিষেবা চালু করেছে। এবার যে কোনও ব্যক্তি আধারের ডিজিটাল সইের ভিত্তিতে অনলাইনে প্যানকার্ডের আবেদন করতে পারবে। [(ছবি) আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]

আধারের ডিজিটাল সইয়ের মাধ্যমে কীভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন?

আবেদন করার ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে

  • প্যান আবেদনকারীর ক্ষেত্রে তার বৈধ ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বা DSC থাকতে হবে। এবং সেই DSC যেন ভারতের সার্টিফাইং অথোরিটি (CA)-র দ্বারা অনুমোদিত হয়। [হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে কীভাবে জানাবেন আবেদন?]
  • আবেদনকারীর DSC আবেদনপত্রে ডিজিটাল সইয়ের জন্য ব্যবহার করতে হবে।
  • আবেদনপত্রে উল্লেখ করা নাম যেন DSC-তে আবেদনকারী/করদাতার প্রতিনিধির নামের সঙ্গে এক হয়।
  • প্যান আবেদনকারীকে ছবি, সই এবং সহযোগী নথি যেমন পরিচয়পত্র/ঠিকানার প্রমাণপত্র/জন্মের প্রমাণপত্র প্রভৃতি স্ক্যান করাতে হবে।
  • আবেদনমূল্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দেওয়া যাবে। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]

আধার কার্ডের ডিজিটাল সইয়ের মাধ্যমে খুব সোজা উপায়ে কীভাবে প্যান কার্ডের জন্য আবেদন করবেন

১. TIN সাইটে যান
২.49A ফর্মটি নির্বাচন করুন।
৩. সমস্ত নির্দেশ ভাল করে পড়ে নিন।
৪. এবার নিজের সম্পর্কে প্রয়োজনীয়। [প্রবাসী ভারতীয়রা কীভাবে আধার কার্ডের জন্য আবেদন করবেন?]
৫. "For Paperless PAN Application" বিকল্পে টিক দিন।
৬. স্ক্যান করা ছবি, সই ও অন্যান্য তথ্যগুলি আপলোড করুন।
৭. ডিজি লকার থেকে আপনি তথ্য নিতে পারবেন।
৮. সাবমিট বোতামে ক্লিক করুন।

উল্লেখ্য, ভারতে কর সহ এই আবেদনমূল্য হল ১০৭ টাকা। যদি আবেদনকারী নাবালক হন সে ক্ষেত্রে তারই আধার কার্ড উল্লেখ করতে হবে, নাকি তার অভিভাবকের আধার নম্বর দিয়ে আবেদন করা যাবে।

English summary
How To Apply For PAN Card Online Using Aadhaar Based e-Signature?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X