For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে কীভাবে জানাবেন আবেদন?

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২২ মে : আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এতে আপনার গুরুত্বপূর্ণ ও আর্থিক সংক্রান্ত তথ্য রয়েছে। আর তাই সামলে রাখাই উচিত। কিন্তু তবুও দুর্ঘটনাবশত যদি তা কোনও ভাবে হারিয়েও যায় ভয় পাবেন না, পুনরায় হারিয়ে যাওয়া আধার কার্ডের জন্য আবেদন করার উপায় রয়েছে। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন়]

আপনার কাছে যদি আধার কার্ড নম্বর থাকে বা নাম তালিকাভূক্ত করার পর যে স্বীকৃতি স্লিপ (অ্যাকনলেজমেন্ট স্লিপ) দেওয়া হয়েছিল তা থাকে তাহলে আপনি অনলাইন থেকে 'ডুপ্লিকেট কপি' ডাউনলোড করতে পারবেন।[হাতে এসে পৌঁছনোর অপেক্ষা কেন, অনলাইনে ডাউনলোড করুন আপনার ই-আধার কার্ড]

হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে কীভাবে জানাবেন আবেদন?

হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে যা করতে হবে :

  • অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখে নিজের এনরোলমেন্ট নম্বর, দিন ও সময়, নাম, পিনকোড এবং আপনার তালিকাভুক্ত ফোন নম্বর লিখুন যথা স্থানে।
  • আর যদি আপনার কাছে আধার কার্ড নম্বরটি থাকে তাহলে ওয়েব ফর্মের উপরে হলুদ অংশে যেখানে 'I Have' লেখা আছে তার পাশে 'Enrolment Id'-র বদলে 'Addhaar' বেছে নিন।
  • এবার যথা স্থানে আধার নম্বর, পুরো নাম, পিনকোড এবং ক্যাপচা কোড (যা লেখা আছে তা দেখে দেখে লিখতে হবে নিচের বাক্সে) লিখুন।
  • সব তথ্য দেওয়া হয়ে গেলে 'Get Onetime Password' বোতামটি টিপুন।
  • আপনার দেওয়া তথ্য সঠিক হলে আপনার তালিকাভুক্ত ফোন নম্বরে এসএমএস-এর মাধ্যমে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এই এটিপি নিচের 'Enter OTP'বাক্সে ভরুন। এবার 'Validate and Download' বোতামটি টিপুন।
  • এরপরই আপনি 'download AADHAAR card duplicate copy'অপশন দেখতে পাবেন।
  • ফাইলটি পিডিএফ ফরম্যাটে থাকবে। এবং নিরাপত্তার খাতিরে পাসওয়ার্ড দিয়ে আটকানো। আপনার কাছে পাসওয়ার্ড নেই বা থাকলেও আপনার মনে নেই এসব ভেবে ঘাবড়াবেন না। আপনার পিনকোডই আসলে আপনার পাসওয়ার্ড। আপনার প্রাথমিক আধার কার্ডের বৈধতা যতদিন এই 'ডুপ্লিকেট কপি'-র ও বৈধতা ততই।
English summary
How to Apply for Duplicate or Lost Aadhaar Card online?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X