For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গত কয়েকমাসে বারবার ঘুরে ফিরে এসেছে হাফিজ খালিদ ওয়ালিদের নাম। জম্মু ও কাশ্মীরের পাম্পোর, উধমপুর সহ একাধিক জায়গায় অশান্তির পিছনে কারণ খুঁজতে গিয়ে গোয়েন্দারা জেনেছেন, গোটা ঘটনার পিছনে মাস্টারমাইন্ড এই জঙ্গিই। [কাশ্মীরে অশান্তি অব্যাহত রাখতে প্রায় ৩০ কোটি টাকা বিলি হয়েছে!]

কে এই জঙ্গি? ওয়ালিদ হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈবা প্রধান তথা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদের জামাই। এনআইএ-র গোয়েন্দারা যখন পাকিস্তানি জঙ্গি বাহাদুর আলিকে জিজ্ঞাসাবাদ করেছে, তখনই ওয়ালিদের নাম উঠে এসেছে। [আল আদনানির কোন ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের নয়া মাথাব্যথা হতে পারে এই জঙ্গি!

বাহাদুর আলি জানিয়েছে, পাক সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢোকা, বিক্ষোভকারীদের ভিড়ে মিশে থাকা, গ্রেনেড হামলা চালানো সহ গোটা চিত্রনাট্যই এই ওয়ালিদের তৈরি করা। এদিকে গোয়েন্দা রিপোর্টও বলছে, ওয়ালিদকে নিজের হাতে গড়ে তুলেছে তার শ্বশুর তথা লস্কর প্রধান হাফিজ সঈদ। [১৯৯৪ সালে সাংবাদিক সেজে ভারতে আসা যুবকই আজকের মাসুদ আজহার]

হাফিজ সঈদের দুই মেয়ে ও এক ছেলে। সে চায় তার জামাই খালিদ ওয়ালিদ এবার লস্করের দায়িত্ব কাঁধে নিক। বস্তুত ২০০৩ সাল থেকেই লস্করের সঙ্গে জুড়ে রয়েছে ওয়ালিদ। তবে এখন সে প্রত্যক্ষভাবে নাশকতার ছক তৈরিতে ব্যস্ত। ২০১৫ সাল থেকেই সে ধীরে ধীরে সামনে এসেছে। [কীভাবে 'শান্ত অধ্যাপক' থেকে হিংস্র আইএস প্রধান হয়ে উঠেছে আল-বাগদাদি]

জানা গিয়েছে, খালিদ ওয়ালিদের বয়স ৪২ বছর। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সে স্নাতক পাশ করেছে। খাতায় কলমে সে নিজেকে জামাত-উদ-দাওয়ার সদস্য বলে দাবি করে। এই সংগঠন লস্করের মতো জঙ্গি সংগঠনের হয়ে টাকা তোলে। ফলে লস্করের সঙ্গে যোগের কথা স্পষ্ট হয়ে গিয়েছে।

গোয়েন্দারা জেনেছেন, নব্বইয়ের দশকে জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ে প্রাণ যায় খালিদের ভাই আবু হানজালার। তারপর থেকেই সে ভারত বিরোধী হয়ে ওঠে ও পরে লস্করে যোগ দেয়। লস্করের প্রধান কম্যান্ডার জাকিউর রহমান লকভিকে সন্ত্রাসের অভিযোগে বারবার গ্রেফতার করার ফলে একটি শূন্যস্থান তৈরি হয়। সেই জায়গাটিই নিতে চলেছে খালিদ ওয়ালিদ।

ভারতের বিরুদ্ধে নাশকতার প্লট তৈরি করে ইতিমধ্যেই কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকিয়ে উপত্যকাকে অশান্ত করেছে খালিদের পাঠানো জঙ্গিরা। খুব শীঘ্রই কাশ্মীর পাকিস্তানের অংশ হবে, এই বলে কমবয়সী জঙ্গিদের মগজধোলাই করে এদেশে পাঠাচ্ছে ভারতকে অশান্ত করে তুলতে। আর এসব দেখেই খুশি হয়ে জামাইকে লস্করের দায়িত্ব দিতে আগ্রহী হাফিজ সঈদ।

English summary
Hafiz saeeds replacement as Lashkar boss is his son-in-law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X