For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপত্যকায় খলিফা শাসন চায় হিজবুল, অডিও ক্লিপে চাঞ্চল্যকর তথ্য, দেখুন ফটো ফিচারে

আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর পথে হেঁটে জম্মু ও কাশ্মীরে খলিফা শাসন কায়েম করতে চায় হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। নতুন অডিও ক্লিপে কী জানিয়েছে তারা, জেনে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর পথে হেঁটে জম্মু ও কাশ্মীরে খলিফা শাসন কায়েম করতে চায় হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। শ্রীনগরের লাল চকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের গলা কেটে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া অডিও ক্লিপে এই ইচ্ছার কথাই জানিয়েছে তারা। হিজবুল কম্যান্ডার জাকির মুসাকে অডিও ক্লিপে উসকানিমূলক কথা বলতে শোনা গিয়েছে। ইরাক ও সিরিয়ায় যেভাবে আইএস খলিফা শাসন কায়েম করেছে, ঠিক সেভাবে কাশ্মীরে শাসন কায়েম করার ইচ্ছাপ্রকাশ করেছে হিজবুল মুজাহিদিন।

খলিফা শাসন কায়েম

খলিফা শাসন কায়েম

অডিও ক্লিপে জাকির মুসা কাশ্মীরে খলিফা শাসন কায়েম করার কথা বলেছে। ৫ মিনিট ৪০ মিনিটের অডিও ক্লিপে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের খলিফা আন্দোলনে বাধা না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আওলাকিকে উদ্ধৃত করা

আওলাকিকে উদ্ধৃত করা

আল কায়েদার ভাবগুরু আমাম আনওয়ার আওলাকির কথা উদ্ধৃত করে অডিও ক্লিপে বলা হয়েছে, আপনি যদি সত্যি জানেন, কেউ তা অনুসরণ না করলেও তা আপনাকে করতে হবে।

কথা দেওয়া

কথা দেওয়া

অডিও ক্লিপে বলা হয়েছে, দুনিয়ার পিছনে ছুটবেন না। কোরানেও এর সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে।

আইএস রাষ্ট্রের প্রয়োজন

আইএস রাষ্ট্রের প্রয়োজন

হিজবুল বার্তায় খলিফা রাষ্ট্রের কথা বলা হয়েছে। বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা ও আলোচনার কোনও স্থান নেই। শরিয়ত আইন নির্দিষ্ট রয়েছে। ফলে এই নিয়ে আলাদা আলোচনার প্রয়োজন নেই।

 সংগ্রাম চালিয়ে যাওয়ার নির্দেশ

সংগ্রাম চালিয়ে যাওয়ার নির্দেশ

খলিফা রাষ্ট্র যতদিন না হয়, ততদিন গণতান্ত্রিক ব্যবস্থায় বাঁচতে গেলে কীভাবে বাঁচতে হবে তার ব্যাখ্যা অডিও ক্লিপে করা হয়েছে।

পথের শেষে

পথের শেষে

অডিও ক্লিপের সঙ্গে স্লাইড শো-এ মেঘলা আকাশ দেখিয়ে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে গোটা জগতের অধীশ্বর আল্লাহ।

জেহাদ

জেহাদ

একজন জঙ্গি ব্যাকগ্রাউন্ডে হাতে বন্দুক ধরে রয়েছে, এভাবে জেহাদকে ব্যাখ্যা করা হয়েছে।

খলিফার প্রয়োজনীয়তা

খলিফার প্রয়োজনীয়তা

আর কতদিন খলিফা শাসনের বাইরে থাকতে হবে? হিজবুল জঙ্গিরা প্রশ্ন ছুড়ে দিয়েছে। খলিফা শাসনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছে তাঁরা।

ইসলাম ধর্ম ও রাজনীতি

ইসলাম ধর্ম ও রাজনীতি

রাজনীতি থেকে ইসলামকে বের করে আনার কথা বলা হয়েছে। কারণ হিজবুল জঙ্গিদের মতে, ইসলামে মানব জীবনের সমস্তকিছুর ব্যাখ্যা দেওয়া হয়েছে।

মানুষের তৈরি আইনকে পদদলিত করা

মানুষের তৈরি আইনকে পদদলিত করা

অডিও ক্লিপে মানুষের তৈরি আইনকে পদদলিত করার কথা বলা হয়েছে। শরিয়ত আইনই একদিন শেষকথা বলবে, এমনটাই দাবি করা হয়েছে।

বিবর্তন

বিবর্তন

কীভাবে মানুষের বিবর্তন হয়েছে তা আল-আলবানির বিবৃতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

কেন এত ভয়?

কেন এত ভয়?

ইসলামধর্মীদের নিয়ে কেন এত ভয়, প্রশ্ন করা হয়েছে অডিও ক্লিপে। আমাদের বড় দাঁড়ি, আমরা পাঁচ নমাজি। ওরা আমাদের একতাকে ভয় পায়। মুসলমান বিরোধীদের উদ্দেশ্যে এমনটাই বলা হয়েছে।

কপটের ছলে আক্রান্ত মুসলিমরা

কপটের ছলে আক্রান্ত মুসলিমরা

শেখ আবদুল্লা আজমের উক্তি উদ্ধৃত করে বলা হয়েছে, ছল ও কপট বুঝতে না পেরে মুসলমানরা নানা জায়গায় পরাজিত হয়েছে।

কবরে আল্লাহ কী চাইবে

কবরে আল্লাহ কী চাইবে

অডিও ক্লিপের ব্যাখ্যা মৃত্যুর পর কবরে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ। এমনটাই সেখানে ব্যাখ্যা করা হয়েছে।

{promotion-urls}

English summary
Going the ISIS way: The chilling slide show from the Hizbul Mujahideen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X