For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন

কম রোজগেরে থেকে শুরু করে উচ্চবিত্ত প্রতিষ্ঠিতদের জিএসটি বলবৎ হওয়ার পর সংসারের খরচ কতটা বাড়বে আসুন একনজরে দেখে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ভোগ্যপণ্যের বাজারে নতুন মাত্রা যোগ করতে চলেছে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা। বহুবছরের পরিশ্রমের পর চালু হতে চলেছে জিএসটি ব্যবস্থা। বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকেই জিএসটি-র চারটি স্তরের কর ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। তবে একইসঙ্গে সিগারেট, তামাকজাত দ্রব্য, নরম পানীয়র সর্বোচ্চ কর আদায় করা হচ্ছে। দুর্মূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে আমজনতা কী দেশজুড়ে হয়রানির শিকার হবে? কম রোজগেরে থেকে শুরু করে উচ্চবিত্ত প্রতিষ্ঠিতদের জিএসটি বলবৎ হওয়ার পর সংসারের খরচ কতটা বাড়বে আসুন একনজরে দেখে নেওয়া যাক।[আরও পড়ুন:জিএসটি-র চালু করার পিছনে মূল কারিগর কারা? জেনে নিন একনজরে]

মাসিক ৫০ হাজার টাকা রোজগার হলে

আগে যেখানে সবমিলিয়ে ৪১ হাজার ২৫০ টাকা আপনার খরচ হতো সেখানে অন্য সবকিছু অপরিবর্তিত রেখে বাড়িভাড়ায় থাকলে খরচ সামান্য কমে দাঁড়াবে ৪১,১৬৭ টাকা। আর যদি বাড়ির গৃহঋণের ইএমআই চোকাতে থাকেন তাহলে খরচ ৫০০ টাকার কিছু কম বাড়তে পারে। যা আহামরি কিছু নয়। তবে আবশ্যিক খরচ বাদ দিলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে চাইলেই আপনি খরচ কমাতে পারেন। সেটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে।[আরও পড়ুন:এর আগে ভারতবর্ষে কবে মধ্যরাতে সংসদ বসেছিল জানেন কি]

আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন

আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন

মাসিক ৮০ হাজার টাকা রোজগার হলে

আপনার মাসিক খরচ ৭২,৭০০ টাকা হলে অন্য সবকিছু অপরিবর্তিত রেখে বাড়িভাড়ায় থাকলে তা সামান্য বেড়ে ৭২, ৯০৭ টাকা হতে পারে। যদি উপরের হিসাব অনুযায়ী আপনি চলেন। আর যদি গৃহঋণের সুদ চোকাতে হয় তাহলে তা প্রায় ১ হাজার টাকার মতো বেড়ে ৭৩, ৬৫৭ টাকা হয়ে যাবে। এক্ষেত্রেও বিনোদনের মতো ক্ষেত্রে খরচ কমানোর চেষ্টা করলে আরও কিছুটা সেভিংস বাড়তে পারে।

আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন
আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন

মাসিক আয় ১.৭৫ লক্ষ টাকা হলে

এতদিন আপনার খরচ যদি ১,৪৬,২০০ টাকা হয় তাহলে অন্য সবকিছু অপরিবর্তিত রেখে এবার তা সামান্য বাড়বে যদি ভাড়াবাড়িতে থাকেন। সেক্ষেত্রে তা দাঁড়াবে ১,৪৬,৩৫৩ টাকা। আর যদি গৃহঋণ চোকাতে হয় তাহলে তা বেড়ে দাঁড়াবে ১,৪৭,৮৫৩ টাকা।

আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন

আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন

(উল্লেখ্য : পড়াশোনার খরচের ক্ষেত্রে টিউশন ফিতে কোনও কর নেই, তবে ক্যান্টিন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে ০.১৮ শতাংশ কর বসেছে)

English summary
Explainer : What will be the GST effect on aam admi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X