For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর চায়ের স্টল এখন তীর্থস্থান, যাবেন নাকি ভাদনগর রেলস্টেশনে

গুজরাটের ভাদনগর রেল স্টেশনকে টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। ছেলেবেলায় ভাদনগর স্টেশনেই চায়ের দোকান দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

গুজরাটের ভাদনগর রেল স্টেশনকে টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। কেন জানেন? ছেলেবেলায় ভাদনগর স্টেশনেই চায়ের দোকান দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাটের মেহসানা জেলার ভাদনগরেই মোদীর জন্ম। আর ভাদনগর স্টেশনে চায়ের দোকান। ভাদনগরকে ঘিরেই চলছে কর্মকাণ্ড।

মোদীর চায়ের স্টল এখন তীর্থস্থান, যাবেন নাকি ভাদনগর রেলস্টেশনে

সব মিলিয়ে বিশ্বের পর্যটন মানচিত্রে আসতে চলেছে ভাদনগর। এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা। পুরনো চায়ের স্টলটিকে সংরক্ষিত করে আধুনিক রূপ দেওয়া হবে। মোদীর জন্মস্থান হওয়া ছাড়াও ভাদনগর একটি ঐতিহাসিক স্থানও। জানিয়েছেন মহেশ শর্মা। এখানেই আছে বিখ্যাত শর্মিষ্ঠা লেকও। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এলাকায় খননকার্য চালানোর সময় বুদ্ধিস্ট মঠের সন্ধান পেয়েছে।

২০১৪ সালে লোকসভা ভোটের প্রাক্কালে কিশোর বয়স আর চায়ের দোকানের কথা প্রচারে বারবার বলেছিলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর অনেক পর্যটক এমনকি অনেক বিদেশিও ভাদনগর পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন, গুজরাটের পর্যটনমন্ত্রী গণপত ভাসাবা। তিনি জানিয়েছেন, রাজ্য এবং কেন্দ্র সরকার গুজরাটকে ঘিরে উন্নয়ন এবং পর্যটন প্রকল্পে হাত লাগিয়েছে।

English summary
Centre will declare Vadnagar railway station as a tourist spot.PM Narendra Modi served tea in his childhood days here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X