For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা মামলাকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে চায় সিবিআই

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

সারদা মামলাকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে চায় সিবিআই
সারদা কাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সরকাররে বিরুদ্ধে প্রথম থেকেই অসহযোগিতার অভিযোগ উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা আরও প্রকট হচ্ছে। সারদা কাণ্ডে কোনও কেন্দ্রীয় সংস্থাই সরকারের থেকে সহযোগিতা তো পাচ্ছেই না বরং উল্টে সিবিআই থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলির জন্য কাজ করার পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

প্রথমে ছিল সিরিয়াস ফ্রড ইনভেসটিগেশন অফিস (এসএফআইও) এবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেশটিগেশন। এরপর যদি সিবিআই সাধারণ মানুষের তরফ থেকে কোনও রকম উচ্ছৃঙ্খল বা উপদ্রবকারী উপাদান পায় তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সিবিআই। সারদা মামলাকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার আর্জি জানাবে তারা।

গ্রেফতারের পর মদন মিত্রকে আলিপুর আদালতে প্রথমদিন নিয়ে যাওয়ার সময় কোর্ট চত্বরে যে উপদ্রব চালিয়েছিল তৃণমূল সমর্থক ও কর্মীরা, তাদের কাছ থেকে অনেক হুমকিও এসেছিল। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই এলাকা। আদালতে মদন মিত্রকে নিয়ে যাওয়াটাই এখন সিবিআই-এর কাছে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।

শত্রুতাপূর্ণ মনোভাব

সিবিআই জানিয়েছে যে, এমনকী এসএফআইও তাদের রিপোর্টে জানিয়েছিল সরকারি আধিকারিকরা সহায়তা করছে না বলে অনেক গুরুত্বপূর্ণ দিকেও আলোকপাত করা সম্ভব হচ্ছে না। এরকম অনেক খবরই পাওয়া গিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কাছ থেকে দিল্লির অফিসাররা হুমকি পর্যন্ত পেয়েছেন। সাধারণত, রাজ্য পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সমস্তরকম সুরক্ষা দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা।

সিবিআই-এর তরফে এও জানানো হয়েছে যে, কোনও রাজ্যে সরকারের পক্ষ থেকে এধরণে শত্রুতাপূর্ণ মনোভাব দেখা যায় না। পরিস্থিতি এমনই থাকলে এবং পরিস্থিতি প্রেক্ষিতে প্রয়োজন হলে আমরা এবিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হব বলে সিবিআই-এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

English summary
CBI wants Saradha case out of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X