For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাক মানে আশীর্বাদপ্রাপ্ত, 'মন কি বাত' অনুষ্ঠানে ব্যাখ্যা দিলেন মোদী

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : অন্যান্য দিনের অনুষ্ঠানের সঙ্গে মঙ্গলবারের 'মন কি বাত' অনুষ্ঠান অনেকাংশেই আলাদা ছিল। এদিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানের শুরুটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাকের নামের ব্যাখ্যা দিয়ে শুরু করলেন। বারাক মানে "যিনি আশীর্বাদপ্রাপ্ত"।

পুর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে মোদী বলেন, "অনেকের মনে প্রশ্ন ওঠে বারাকের মানে কী? সোয়াহেলি ভাষায়, যা আফ্রিকার একটি ভাষা, তাতে বারাক মানে যিনি আশীর্বাদ পেয়েছেন। আমি বিশ্বাস করি ওঁর পরিবার ওর নামের সঙ্গে একটা বড় উপহারও ওকে দিয়েছে।"

বারাক মানে আশীর্বাদপ্রাপ্ত, 'মন কি বাত' অনুষ্ঠানে ব্যাখ্যা দিলেন মোদী

সবাইকে চমকে দিয়ে রবিবার ওবামার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতিকে একাধিকবার বারাক বলে সম্বোধন করে চমকে দিয়েছিলেন। এদিনের আলোচনাতেও অনেক চমকপ্রদ বক্তব্য দুতরফেই শোনা গিয়েছে। মোদী-ওবামা দুজনেরই বক্তব্যের সারমর্ম তুলে দেওয়া হল ওয়ানইন্ডিয়ার পাঠকদের জন্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • গত কয়েক মাস ধরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আজ আমার সঙ্গে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও।
  • অনেকের মনে প্রশ্ন ওঠে বারাকের মানে কী? সোয়াহেলি ভাষায়, যা আফ্রিকার একটি ভাষা, তাতে বারাক মানে যিনি আশীর্বাদ পেয়েছেন। আফ্রিকার সংস্কৃতিতে ওরা বলেন, আমরা আছি বলেই তো আমি আছি। যা আমাদের 'ভাসুধাইবা কুটুম্বকম'-এর অনুরূপ কিছুটা।
  • আমরা যখন মার্টিন লুথার কিং বা ওবামা প্রসঙ্গে কথা বলি, তখন আমরা মহাত্মা গান্ধীর (মতাদর্শে প্রভাবিত) প্রসঙ্গে তাদের কথা বলতে শুনি।
  • রাষ্ট্রপতি ওবামার জীবন, যেভাবে তিনি তাঁর মেয়েদের জন্য আওয়াজ তোলেন তা আমাদের কাছে অনুপ্রেরণার। 'বেটি বাচাও, বেটি পড়াও' আমাদের সামাজিক দায়িত্ব, যা আমাদের পূর্ণ করতে হবে।
  • আমি তোমাকে বলতে চাই তুমি যে কোনও সময় আসতে পার, ভারত তোমাকে ও তোমাদের সন্তানকে সবসময় স্বাগত জানাবে।
  • যখন আমি প্রথম আমেরিকা যাই, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এখন আমি প্রধানমন্ত্রী হয়েছি। আর ওই ছবিটা জনপ্রিয় হয়ে গিয়েছে।
  • আমি যখন হোয়াইট হাউসে গিয়েছিলাম বারাক ওবামা আমাকে একটা বই উপহার দিয়েছিলেন। সেই বইটা ছি ১৮৯৪ সালে বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ যে বক্তৃতা দিয়েছিলেন তারই সংকলন।
  • উনি আমাকে গর্বের সঙ্গে বলেছিলেন, আমি সেই শহর (শিকাগো) থেকে এসেছি যেখানে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন।
  • একজন চা-বিক্রেতা বা একজন মানুষ দেশমাতৃকার নেতৃত্বাধীন এক মায়ের কোলে জন্ম নেয়।
  • কমিউনিস্টরা আগে বলত, 'দুনিয়ার মজদুর ঐক্যবদ্ধ', আমার মনে হয় বর্তমানে যুবসমাজই বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে।
  • বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবন আমাকে অনুপ্রাণিত করে। তাঁর চিন্তাভাবনা এখনও আমেরিকার জীবনধারায় প্রভাব বিস্তার করে।
  • যদি তুমি তাঁর বিষয়ে পড়ো তাহলে তা তোমার জীবনকে অনুপ্রাণিত করবে, তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে।

মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা

  • শুরু করলেন 'নমস্তে' দিয়ে।
  • ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই জুড়িদার। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে।
  • লক্ষ লক্ষ গর্বিত ভারতীয় ও আমেরিকা বাসিন্দার সঙ্গে যুক্ত।
  • প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যে কথা দিয়েছেন এঅ দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার জন্য তার প্রশংসা জানাই।
  • আমাকে বলা হয়েছে এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একসঙ্গে কোনও রেডিও অনুষ্ঠান করছেন।
  • আমার মেয়েরা প্রচণ্ডভাবে এখানে আসতে চেয়েছিল। ভারতের ইতিহাস এবং সংস্কৃতিতে ওরা মুগ্ধ।
  • মালিয়া, আমার বড় মেয়ে, ওর পরীক্ষা রয়েছে। আমি যখন ফিরে যাব, ওদের বলব, ওদের কল্পনার মতোই সুন্দর ভারত।
  • নিশ্চয়ই কেনাকাটা করব। আমি দোকানে যেতে পারব না, আমার দল সেই কাজটা করবে। মিশেলের পরামর্শ নেব এক্ষেত্রে।
  • স্থুলত্ব এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সব স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে তাদের কারের সঙ্গে অংশীদারীতে যাওয়ার পক্ষে আশাবাদী।
  • মিশেলের কাজে গর্বিত অনুভব করি।
  • যখন আমি প্রথমবার হোয়াইট হাউস গিয়েছিলাম, আমিও ভাবিনি আমি এখানে আসহ। আমাদের দুজনের উপরই আশীর্বাদ রয়েছে।
  • উন্নয়নের জন্য যুবসমাজে উচ্চ শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়াটা প্রয়োজন, কারণ এভাবেই দেশ শক্তিশালী হয়।
  • আমি মনে করে সরকার এবং নেতারা কেবল সরকার চালানোর কথা ভাবতে পারেন না ।
  • তাদের ব্যাপকভাবে মানুষের কাছে পৌছতে তাদের সঙ্গে বার্তালাপ করতে হবে।
  • কাজের ক্ষেত্রে প্রত্যেকের একটা দুটো বাজে দিন আসে। তার মধ্যেই কাজ করে যেতে হবে।
  • শুধু সেই প্রশ্নগুলিই আমার কাছে আসে যা বাকিরা কেউ সমাধান করতে পারবেন না।
  • কখনও কখনও কাজটা শক্ত হয় বিরক্তিকরও হয়ে ওঠে। কিন্তু প্রত্যেকদিন আমি এমন কারো না কারো সঙ্গে দেখা করি যারা মনে করেন আমি তাদের জীবনে বদল আনতে পারি।
  • তুমি যদি অন্য কাউকে সাহায্য কর, তাতে যা তৃপ্তি মেলে যা সব দুঃখ, খারাপলাগা ছাপিয়ে যায়। আর সেটাই আমাকে অনুপ্রাণিত করে।
English summary
'Barack' means the blessed one, explains Narendra Modi during 'Mann ki Baat'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X