For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা সহ ভারতের মোট ৬টি রাজ্যে ১০ বছরের পুরনো মামলা সবচেয়ে বেশি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : সারা দেশে দশ বছরের পুরনো যতগুলি মামলা আদালতে পড়ে রয়েছে, তার সিংহভাগ অর্থাৎ ৯০ শতাংশ রয়েছে মাত্র ৬টি রাজ্যে। যার মধ্যে রয়েছে আমাদের রাজ্য বাংলাও। সবমিলিয়ে এমন মোট ২৩ লক্ষ মামলা বিভিন্ন আদালতে পড়ে রয়েছে। [শুধু পুত্রবধূই নন, গার্হস্থ্য হিংসার অভিযোগ আনতে পারবেন মা-বোনেরাও]

বাংলা ছাড়া উত্তরপ্রদেশে দশ বছরের পুরনো মামলার মোট ৩০ শতাংশ, গুজরাতে ২২ শতাংশ, মহারাষ্ট্রে ১১ শতাংশ, বিহারে ১০ শতাংশ, ওড়িশায় ৮ শতাংশ ও বাংলাতেও ৮ শতাংশ অতি পুরনো মামলার পাহাড় জমে রয়েছে। [রাস্তায় বেরনোর আগে 'মোটর ভেহিক্যালস আইন' এর গুরুত্বপূর্ণ দিকগুলি জেনে নিন]

বাংলা সহ ভারতের মোট ৬টি রাজ্যে ১০ বছরের পুরনো মামলার পাহাড়

জানা গিয়েছে, আদালতে পড়ে থাকা মামলার সংখ্যা সবমিলিয়ে ২ কোটি ২৯ লক্ষ। যার মধ্যে ২২ লক্ষ ৯৫ হাজার মামলা দশ বছরের বা তার বেশি সময়ের পুরনো। এছাড়া এর মধ্যে ৪০ লক্ষ মামলা রয়েছে যার বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। [বিবাহিত মেয়েদেরও এবার নিতে হবে বাবা-মায়ের দায়িত্ব]

জাতীয় আইনি তথ্য সরবরাহ বিভাগের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে দশ বছরের পুরনো মামলা রয়েছে প্রায় ৭ লক্ষ। গুজরাতে সেই সংখ্যাটা ৫ লক্ষ ১৩ হাজারের মতো। মহারাষ্ট্রে ২ লক্ষ ৫৭ হাজার, বিহারে ২ লক্ষ ৩৭ হাজার, ওড়িশায় ১ লক্ষ ৮২ হাজার ও বামলায় ১ লক্ষ ৭২ হাজার মামলা ঝুলে রয়েছে যা দশ বছরের পুরনো। ['মাতাল' হয়ে আদালতে হাজির খোদ বিচারক, নজিরবিহীন ঘটনা ত্রিপুরায়]

নিম্ন আদালতে ঝুলতে থাকা এই মামলাগুলির মধ্যে ৭১ শতাংশই ফৌজদারি অপরাধের মামলা। যেখানে যত তাড়াতাড়ি সম্ভব আদালতকে রায় ঘোষণা করতে হবে বলে আইন রয়েছে। তবে আইনের মন্থর প্রক্রিয়া গোটা বিষয়টিকেই জটিল করে তুলেছে বলে বিশেষজ্ঞদের মত।

তবে জমে থাকা মামলার পাহাড় সরাতে গুজরাত অথবা উত্তরপ্রদেশের মতো রাজ্য উদ্যোগ নিয়েছে। গত অগাস্টে গুজরাতে দশ বছরের পুরনো ৯ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে ৬৪০০টি ফৌজদারি মামলা ও ২৫০০টি দেওয়ানি মামলা। এছাড়া উত্তরপ্রদেশেও ৬৬০০টি মামলার নিষ্পত্তি হয়েছে একমাসের মধ্যে।

প্রসঙ্গত, দেশের প্রায় সমস্ত রাজ্য়ের নিম্ন আদালতে প্রচুর আইনি পদ ফাঁকা রয়েছে। গতবছরের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪,৪৩২টি বিচারকের পদ ফাঁকা রয়েছে। তা পূরণ না হলে এতদিনের মামলার পাহাড় সরাতে সময় লাগবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

English summary
90 per cent cases pending for over 10 yrs are in 6 states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X