For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআইটি বম্বের ৭০ শতাংশ ছাত্রছাত্রী রোজ স্নান করেন না, জানাল সমীক্ষা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১ সেপ্টেম্বর : আইআইটি-র ছাত্রছাত্রীরা মেধাবী হন সেটা সকলেই জানেন। উচ্চ পর্যায়ের মেধা না থাকলে প্রযুক্তি নিয়ে এই পর্যায়ের পড়াশোনা করা যায় না। তবে আইআইটির ছাত্রছাত্রীরা পরিচ্ছন্ন হন না, সেটা বোধহয় কারও জানা ছিল না। এক সমীক্ষায় তাঁরা নিজেদের সম্পর্কে এই অজানা রহস্যের পর্দাফাঁস করেছেন। [ভারতে দশম শ্রেণি পাশ করার পরই পড়াশোনায় ইতি টানে ৪৭০ লক্ষ ছেলেমেয়ে!]

সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, আইআইটি-বম্বের আবাসিক ছাত্রদের প্রতি ১০ জনে গড়ে অন্তত ৬ জন করে নিত্যদিন স্নান করেন না। দু-তিন দিন পরপর স্নান করতেই অভ্যস্ত তাঁরা। কারণ এই কাজটি প্রতিদিন করাকে বেশ 'কষ্টসাধ্য' বলে মনে করেন ছাত্রছাত্রীরা। [ভারতে এখনও ক্রীতদাস প্রথায় বাধ্য ১ কোটি ৮০ লক্ষ মানুষ]

আইআইটি বম্বের ৭০ শতাংশ ছাত্রছাত্রী রোজ স্নান করেন না!

শুধু এরাই নন, ছাত্রছাত্রীদের মধ্যে অন্তত ১০ শতাংশ এমন রয়েছেন যারা সপ্তাহে মাত্র একদিন স্নান করেন। তবে ৩০ শতাংশ ছাত্রছাত্রী প্রতিদিন নিয়ম করে স্নান করেন বলেও সমীক্ষায় দেখা গিয়েছে। ['গ্রামীণ ভারত নিমজ্জিত অপুষ্টিতে', ভয়াবহ তথ্য পেশ জাতীয় পুষ্টি পর্যবেক্ষণ ব্যুরোর]

আইআইটি বম্বেতে এই সমীক্ষা চালিয়েছে ছাত্রছাত্রীরাই। পাশ করা ছাত্রছাত্রীরা, স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা, এমএসসি, এম-টেক এর ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৩৩২ জনকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তাতেই এই মত উঠে এসেছে। [যৌন দাসত্বের কারবারে ভারতের ভরকেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ]

হস্টেল জীবন রকমারি অভিজ্ঞতা নিয়ে আসে সন্দেহ নেই। বন্ধুত্ব এক অন্য পর্যায়ে চলে যায় এই হস্টেল জীবনে প্রবেশের পরে। পড়াশোনার পাঠ চোকানোর পরে তাই ছাত্রদের ৪০ শতাংশ বন্ধুদের সঙ্গেই বেশি থাকতে পছন্দ করেন। ২৭ শতাংশ বাড়ি ফিরে যেতে চান এবং ১৯ শতাংশ একা থাকতে পছন্দ করেন।

সমীক্ষা বলছে, আইআইটির পাঠ শেষ হওয়ার পরে ৬৬ শতাংশ ছাত্র পুরনো বন্ধুদের সঙ্গে নিবিড় সম্পর্ক টিঁকিয়ে রাখেন। এবং এও জানা গিয়েছে, ছাত্রদের ২৯.৮ শতাংশের বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের ভিত অনেকটা আলগা হয়ে যায়।

English summary
70% of IIT-Bombay students skip daily bath, says survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X