For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) এই পুরনো বলিউড সিনেমার রিমেকগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে

  • |
Google Oneindia Bengali News

এদিন মুক্তি পেয়েছে ১৯৮৩ সালের জনপ্রিয় বলিউড সিনেমা 'হিরো'-র রিমেক। পুরনো সিনেমাটিতে অভিনয় করেন জ্যাকি শ্রফ, মীনাক্ষি শিষাদ্রি। সুভাষ ঘাইয়ের পরিচালনায় হওয়া এই সিনেমা সারা দেশে হইচই ফেলে দিয়েছিল।

এদিন মুক্তি পাওয়া সিনেমায় রয়েছেন দুই নবাগত অভিনেতা-অভিনেত্রী সূরজ পাঞ্চোলি ও আথিয়া শেট্টি। এটি রিমেক সিনেমাটি কতটা জনপ্রিয়তা পায় তা সময়ই বলবে।

তবে নিচের স্লাইডে বরং জেনে নেওয়া যাক কয়েকটি বলিউড সিনেমা সম্পর্কে যেগুলি পুরনো সময়ে হিট হলেও তার রিমেকগুলি বলিউডে একেবারে মুখ থুবড়ে পড়েছে।

কর্জ

কর্জ

কর্জ সিনেমাটি করে যেখানে ঋষি কাপুর বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন, সেখানে এটির রিমেক-এ অভিনয় করে বলিউড থেকেই প্রায় হারিয়ে গিয়েছেন গায়ক, সুরকার তথা অভিনেতা হিমেশ রেশমিয়া।

বোল বচ্চন

বোল বচ্চন

এই সিনেমাটি পুরনো বলিউড সিনেমা 'গোলমাল' এর রিমেক। হৃষিকেশ মুখার্জীর পরিচালনায় হওয়া প্রথম সিনেমার ছায়ামাত্র ছিল না রোহিত শর্মা নির্দেশিত বোল বচ্চন।

হিম্মতওয়ালা

হিম্মতওয়ালা

এই রিমেক সিনেমায় অভিনয় করে নাম খারাপ হয়েছে অজয় দেবগণের। জীতেন্দ্র ও তার মধ্য়ের মিল সহজেই চোখে পড়েছে, তেমনই দুর্বল ছিল পরিচালনা।

জঞ্জির

জঞ্জির

পুরনো জঞ্জির সিনেমাটি করে বলিউডে প্রতিষ্ঠা পান অমিতাভ বচ্চন। আর নতুন রিমেকটি তৈরি করে নিজেকে হাসির পাত্র করে তুলেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।

উমরাও জান

উমরাও জান

এমনকী বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই-ও রেখার সৌন্দর্য ও আবেদনকে ছাপিয়ে যেতে পারেননি নতুন সিনেমায়।

শোলে

শোলে

বলিউড ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম রিমেকগুলির মধ্যে একেবারে প্রথমে থাকবে রাম গোপাল ভার্মার তৈরি 'আগ' সিনেমাটি। শোলে-র রিমেক হিসাবে এটি বানিয়ে নিজের মুখ নিজেই পুড়িয়েছেন রাম গোপান ভার্মা।

চশমে বদ্দুর

চশমে বদ্দুর

পরের রিমেকটি মজার হলেও প্রথম সিনেমাটিকেই বেশি ভালোবেসেছেন সিনেমাপ্রেমীরা।

খুবসুরত

খুবসুরত

ফের রেখার আর একটি ক্লাসিক সিনেমার রিমেক বক্স অফিসে পুড় থুবড়ে পড়েছে।

দ্য শৌখিনস

দ্য শৌখিনস

১৯৮২ সালে তৈরি পুরনো সিনেমাটি সেই বছরের বড় হিট হলেও নতুন সিনেমাটি দেখা মানে কাজের সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।

ভিক্টোরিয়া নম্বর ২০৩

ভিক্টোরিয়া নম্বর ২০৩

সত্তরের দশকের রহস্য নির্ভর সিনেমা ভিক্টোরিয়া নম্বর ২০৩-এর রিমেকে অভিনয় করে সময় নষ্ট ছাড়া আর কিছুই করেননি বিখ্যাত অভিনেতা ওম পুরী ও অনুপম খের।

English summary
Worst Bollywood Remakes Of Classic Movies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X