For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বলিউড সেলেবসদের সম্পর্কে অজানা নানা মজাদার তথ্য

  • |
Google Oneindia Bengali News

যদি আপনি কোনও বলিউড তারকার ভক্ত হন, তাহলে তার সম্পর্কে খুঁটিনাটি নানা তথ্য নিশ্চয়ই আপনি জানতে চাইবেন তাতে সন্দেহ নেই। [সুপারহিট সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফেরান এই অভিনেতারা]

শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ সকলেরই অগুণতি ভক্ত সংখ্যা এবং সকলেই নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে জানতে চাইবেন তাতে সন্দেহ নেই। [ফটোশপের ফাঁদে পড়েছেন যে সব বলিউড অভিনেত্রীরা!]

নিচের স্লাইডে বলিউড তারকাদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল যার কিছু আপনার জানা হলেও বেশিরভাগটাই অজানা হবে তাতে কোনও সন্দেহ নেই। [বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]

চটজলদি জেনে নিন, কোন কোন বলিউড সেলেবসদের সম্পর্কে কোন তথ্যগুলি আপনার জানা আর কোনটাই বা অজানা। [বলিউড তারকাদের আলোড়ন ফেলা দ্বিতীয় বিয়ে]

শাহরুখ খান

শাহরুখ খান

জীবনের প্রথম রোজগার বলতে শাহরুখ খান সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাসের গানের আসরে কাজ করে পেয়েছিলেন ৫০ টাকা। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে তাজমহল দেখতে যান কিং খান।

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

প্রথমজীবনে একটি টিভি সিরিয়ালে ডাবিংয়ের কাজে গিয়ে প্রত্যাখ্যাত হন বিশ্বসুন্দরী ঐশ্বর্য।

সলমন খান

সলমন খান

কখনও সুতির কাপড়ে মুখ মোছেন না সলমন, ব্যবহার করেন মখমলের কাপড়।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

নিজে গাড়ি চালাতে প্রচণ্ড ভয় পান শিল্পা। সবসময় ড্রাইভারের ভরসায় থাকেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

সাতবার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন অক্ষয় কুমার। দু'বার জিতেছেন। তবে একবার 'গরম মশালা' সিনেমায় কমিক রোল ও 'আজনবী' সিনেমায় নেগেটিভ রোলের জন্য।

করিনা কাপুর

করিনা কাপুর

করিনার নামকরণ করা হয়েছে অ্যানা করেনিনার বইয়ের নাম থেকে অনুপ্রাণিত হয়ে। এই বইটি করিনা পেটে থাকার সময়ে পড়েছিলেন তাঁর মা। তবে পরিবারে সকলের কাছে তিনি বেবো নামেই পরিচিত।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

ছোটবেলায় প্রচণ্ড তোতলাতেন হৃত্বিক। তা থেকে বেরিয়ে আসতে বহুদিন ধরে নানা অনুশীলন করেন তিনি। এখন আর কোনও সমস্যা নেই তাঁর।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

সব সিনেমা মুক্তি পাওয়ার আগে সিদ্ধি বিনায়ক মন্দির, মাউন্ট মেরি চার্চ ও আজমের শরিফে ঘুরে আসেন ক্যাটরিনা কাইফ।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

প্রথম বয়সে কলকাতায় এসেছিলেন বিগ বি। এখানে চাকরি করতে করতেই জমানো টাকায় একটি সেকেন্ড হ্যান্ড ফিয়্যাট গাড়ি কেনেন তিনি।

রানি মুখার্জী

রানি মুখার্জী

মাত্র ১৪ বছর বয়সে বাংলা সিনেমা 'বিয়ের ফুল'-এ অভিনয় করেন রানি।

রণবীর কাপুর

রণবীর কাপুর

এতবড় স্টার হওয়ার পর এখনও প্রতি সপ্তাহে মায়ের থেকে ১৫০০ টাকা করে হাতখরচ নেন রণবীর কাপুর।

ইমরান খান

ইমরান খান

অভিনেতা ইমরান খান ভারতের নয়, আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

আমির খান

আমির খান

বলিউডের মিস্টার পারফেকসিস্ট আমির 'লগান' সিনেমা করলেও প্রথমদিকে পরিচালক আশুতোষ গোয়ারিকরের লেখা গল্পের ড্রাফট নাকচ করে দেন। মোট ছ'বার শুনে তা বাতিল করার পরে সপ্তমবারে এসে তিনি রাজি হন। এবং এতটাই প্রভাবিত হন যে সিনেমাটি নিজে প্রযোজনা করেন।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

সুন্দরী সুস্মিতা সেন বাড়িতে একটি পাইথন সাপ পোষেন সে খবর অনেকেই রাখেন না।

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন অর্জুন রামপাল। এর প্রযোজক ছিলেন 'গ্ল্যাডিয়েটর' সিনেমার ডিরেক্টর স্যর রিডলি স্কট ও পরিচালক ছিলেন শেখর কাপুর।

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

স্কুল জীবনে দারুণ পড়াশোনায় ছিলেন পরিণীতি। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সারা ভারতে তিনি প্রথম হন। সেজন্য রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কারও পান তিনি।

প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা

বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা অভিনয় ও ব্যবসা ছাড়াও দক্ষিণ এশিয়ায় বিবিসি সংবাদ সংস্থার হয়ে কলামও লেখেন।

English summary
Unknown Facts About Bollywood Celebrities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X