For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাহুবলী ২-র প্রশংসা করে বিতর্ক উসকে দিলেন রামগোপাল বর্মা

বার বার বিতর্কিত, কুরুচিপূর্ণ, অশালীন টুইটের কারণে খবরে এসেছেন রামগোপাল বর্মা (আরজিভি)। এবার অবশ্য প্রশংসা করতে গিয়ে বিপত্তি বাধালেন। বিষয় বাহুবলী ২।

Google Oneindia Bengali News

বার বার বিতর্কিত, কুরুচিপূর্ণ, অশালীন টুইটের কারণে খবরে এসেছেন রামগোপাল বর্মা (আরজিভি)। এবার অবশ্য প্রশংসা করতে গিয়ে বিপত্তি বাধালেন। বিষয় বাহুবলী ২।

২০১৫ সালের মেগা হিট বাহুবলীর সিকোয়েল বাহুবলী : দ্য কনক্লুশন মুক্তি পেয়েছে আজ শুক্রবার। সবার নজর এখন এই ছবির দিকে।

বাহুবলী ২-র প্রশংসা করে বিতর্ক উসকে দিলেন রামগোপাল বর্মা

এদিকে আরজিভি যে প্রচারের আলোয় আসতে কোনও সুযোগই হাতছাড়া করেননা তা তো সবারই জানা। আর বাহুবলীর উত্তাপে তিনি হাত সেঁকবেন না তা তো হতে পারে না।

তাই এদিন একের পর এক টুইট করে ফের বিতর্ক উসকে দিলেন আরজিভি। বাহুবলীর প্রশংসা করতে গিয়ে চিত্রনির্মাতাদের অত্যন্ত কুৎসিত ভাষায় অপমান করে বসলেন তিনি।

আরজিভি বলেন, বাহুবলী ২ এর থেকে বড় হল পাহাড়সমান হিংসা। এই ছবি নিয়ে যে উন্মাদনা তা হজম করতে পারছেন না ফিল্ম দুনিয়ার লোকজনে।

"আমি শুনলান BB2-এর গর্জন যাতে শুনতে না হয় তাই হিন্দি, তামিলস তেলুগু চিত্র পরিচালকরা নিজেদের কানে তুলো গুঁজেছেন।"

আর সবশেষে বলেন, "যখন হাতির মতো ছবি আসে তখন চিত্রপরিচালক কুকুররা ঘেউ ঘেউ করে। কিন্তু ডায়নোসরের মতো ছবি #Baahubali2 আসে তখন, কুকুর, বাঘ এবং সিংহরা লুকিয়ে পড়ে।"

English summary
Ram Gopal Varma: Baahubali 2 is a dinosaur film, other filmmaking dogs have gone into hiding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X